সাতক্ষীরা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪১ পিএম
প্রতীকী ছবি।
রহস্যজনকভাবে বিদ্যুয়ায়িত হয়ে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন সাতক্ষীরা সদর থানা পুলিশের কনস্টেবল সোহাগ আলী।
শনিবার (২২ ফেব্রুয়রি) গভীর রাতে ঢাকা জাতীয় বার্ন ইউনিটে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।
এর আগে গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে একটি ওয়াজ মাহফিলে যাওয়ার জন্য থানা থেকে বের হয় সোহাগ আলী। মধ্য রাতে সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে থানায় ফোন করে জানানো হয়, সোহাগ বিদ্যুতায়িত হয়ে আশঙ্কাজনক অবস্থায় নিজেই হাসপাতালে ছুঁটে আসেন। তার শরীর ৮০ শতাংশ পুড়ে গিয়েছে।
তবে সোহাগ কথা বলতে না পারায় কীভাবে বিদ্যুতায়িত হলেন তা জানতে পারেনি পুলিশ।
সোহাগ আলী চুয়াডাঙা জেলা সদরের ঝিনাইদহ বাসস্টাপাড়ার অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য প্রয়াত মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিনের ছেলে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক মোবাইল ফোনে সোহাগের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি অসস্থ থাকায় বিস্তারিত জানতে কর্তব্যরত অফিসারের সঙ্গে কথা বলতে বলেন।