× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেত্রকোণায় গণসংবর্ধনায় সিক্ত হলেন বাবর

নেত্রকোণা প্রতিবেদক

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩১ পিএম

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৫ পিএম

নেত্রকোণায় গণসংবর্ধনায় সিক্ত হলেন বাবর

নিজ জেলা নেত্রকোণায় গণসংবর্ধনায় সিক্ত হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে নেত্রকোণা জেলা বিএনপি কর্তৃক স্থানীয় মোক্তারপাড়া মাঠে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ গণসংবর্ধনা দেওয়া হয়। এ সময় অনুষ্ঠানস্থল যেন জনসমুদ্রে পরিণত হয়।

গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে লুৎফুজ্জামান বাবর বলেন, আমি দেশ ও দেশের জনগণের বিরুদ্ধে কোনো অন্যায় করিনি। তবুও আমাকে সাড়ে ১৭ বছর কারাবরণ করতে হয়েছে। অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে। তবে আল্লাহর রহমতে আমি এসব অন্যায় থেকে মুক্তি পেয়েছি।

তিনি বলেন, আমার নেতা তারেক রহমান অচিরেই দেশে ফিরে আসবেন। এই দেশের হাল ধরবেন। আমরা তাকে অভ্যর্থনা জানাব।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বাবর বলেন, অচিরেই নির্বাচন দেন। কারণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটে নির্বাচিত সরকার ছাড়া দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।

নেত্রকোণাবাসীর উদ্দেশে তিনি বলেন, আমি আগেও আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। আগামী দিনে সুযোগ হলে নেত্রকোণার বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করব ইনশাআল্লাহ।

জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালীর সঞ্চালনায় গণসংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফা জেসমিন, জেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন খান, নুরুজ্জামান নূরু, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হক, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এসএম মনিরুজ্জামান দুদু প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে লুৎফুজ্জামান বাবর জেলার সদর উপজেলার মদনপুর ইউনিয়নে হযরত শাহ সুলতান কমরুদ্দিন রুমী (র.) এর মাজার জিয়ারত করেন। রাতে তিনি মদন উপজেলার নিজ গ্রাম বাড়িবাদেরায় রাত্রিযাপন করবেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা