× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চকরিয়া থানার পাশে ডাকাতির ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২৩ পিএম

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৩৬ পিএম

ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার। প্রবা ফটো

ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার। প্রবা ফটো

কক্সবাজারের চকরিয়ায় থানার পাশে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় সম্পৃক্ত তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ অভিযান চালিয়ে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করে।

ডাকাতির ঘটনায় রবিবার সকালে প্রবাসীর স্ত্রী রুবি দাশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তারকৃত ডাকাত দলের তিন সদস্য হলেন- চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাটাখালী এলাকার মো. হানিফ, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাহারিয়াঘোনা খন্দকার পাড়ার মো. নয়ন ও কাহারিয়াঘোনা ঘাট পাড়ার মো. ইসমাইল।

পুলিশ সূত্রে জানা গেছে,  লুট করা ১২ হাজার টাকার মধ্যে গ্রেপ্তার নয়নের বাড়ি থেকে ১০ হাজার ৫০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। তিন ভরি স্বর্ণ ও তিন ভরি রূপার অলংকার এখনও উদ্ধার হয়নি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভুঁইয়া বলেন, ‘শনিবার ভোর রাতে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বাড়ি ও তার আশপাশে থাকা সিসিটিভি ক্যামেরার ভিডিও পর্যালোচনা করে। পর্যালোচনায় ডাকাতিতে সাতজন জড়িত থাকার সত্যতা নিশ্চিত হয়েছেন পুলিশ। এর ভিত্তিতে মো. হানিফকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া স্বীকারোক্তি মোতাবেক ডাকাতির সঙ্গে জড়িত আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়। ডাকাতির ঘটনায় প্রবাসীর স্ত্রী রুবি দাশ বাদী হয়ে থানায় মামলা করেন। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। তাছাড়া গ্রেপ্তার তিনজনকে আদালতে উপস্থাপন করে রিমান্ড আবেদন করা হবে। ঘটনায় জড়িত অন্য ডাকাতদের গ্রেপ্তার ও লুন্ঠিত মালামাল উদ্ধারে অভিযান চলমান।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা