রংপুর অফিস
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২১ পিএম
প্রবা ফটো
রংপুরসহ সারা দেশে ধর্ষণের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে ছাত্র-জনতা।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে রংপুর নগরীর টাউনহলের সামনে ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড হাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। তারা ধর্ষকদের বিরুদ্ধে নানা শ্লোগান দিতে থাকে।
কর্মসূচীতে বক্তব্য রাখেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর জেলা আহ্বায়ক ইমরান আহমেদ, সদস্য সচিব ডা. আশফাক আহমেদ জামিল, মহানগরে আহ্বায়ক ইমতিয়াজ ইমতি, সদস্য সচিব রহমত আলী, মূখপাত্র নাহিদ ইসলাম, সংগঠক মোতাওয়াক্কিল বিল্লাহ শাহ্ ফকিরসহ অন্যরা।
আন্দোলনকারীরা জানান, চলন্ত বাসে নারী ধর্ষণের শিকার হচ্ছে। শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে ফুল কুড়াতে গিয়ে শিশু ধর্ষণ হচ্ছে। বর্তমানে নারী-শিশুদের কোথাও নিরাপত্তা নেই। ধর্ষণের ঘটনা ঘটলে পুলিশ-প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেয়া। উল্টো তারা ধীরগতিতে ধর্ষক গ্রেফতারসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করছে। এতে ধর্ষকরা পাড় পেয়ে যাচ্ছে এবং ধর্ষিতা ও তার পরিবার সামাজিকভাবে হেও প্রতিপন্ন হচ্ছে। অবিলম্বে ধর্ষকদের গ্রেপ্তার করা না হলে আন্দোলন কর্মসূচী চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক ইমরান আহমেদ বলেন, বিগত কয়েকদিনে ১৭টি ধর্ষনের ঘটনা ঘটেছে। কিন্তু ধর্ষকদের গ্রেপ্তারে আইন শৃঙ্খলা বাহিনীর তেমন তৎপরতা দেখা যায়নি। দেশের বিদ্যমান আইনের মাধ্যমে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া গেলে, এ ধরনের ঘৃণ্য অপরাধ আর হতো না। দৃশ্যমান ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
এরপর একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি পায়রা চত্ত্বরে এসে সেখানে ধর্ষকের কুশপুত্তলিকা দাহ করে আন্দোলনকারীরা।