× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসিদের খেলা দেখে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দেবেন সমর্থকরা

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২২ ১৮:০২ পিএম

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২ ১৮:৫১ পিএম

মেসিদের খেলা দেখে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দেবেন সমর্থকরা

বাংলাদেশে আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা এর মধ্যেই নজর কেড়েছে আর্জেন্টিনাসহ বিশ্ববাসীর। দেশের ফুটবলপ্রেমীদের একটা বড় অংশ আর্জেন্টিনার সমর্থক। চট্টগ্রামও এই উন্মাদনার বাইরে নয়। 

এবারের বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ড বা রাউন্ড অব সিক্সটিনে রাত ১টায় আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়ার। আরেক দিকে রবিবার (৪ ডিসেম্বর) পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা ঘিরে মহানগরী এরই মধ্যে হয়ে উঠেছে উৎসবের শহর।  

প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে এমন উৎসবমুখর পরিবেশ ও আর্জেন্টিনা ম্যাচের উন্মাদনার মধ্যে চট্টগ্রামের আর্জেন্টিনা সমর্থকদের কাটবে নির্ঘুম রাত। ঘুম একটু কম হলেও দুটির কোনো জায়গায় ফাঁক রাখবেন না জানিয়েছেন রাজনীতিতে শেখ হাসিনার এবং ফুটবলে আর্জেন্টিনাভক্তরা।   

সন্দ্বীপ থেকে রাতে নৌজাহাজে করে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবেন ছাত্রলীগ নেতা শিমুল রায়। রাতভর থাকবেন সদরঘাট এলাকায়। তিনি বলেন, ‘মোবাইলে খেলা দেখব। এর বাইরে মনে হয় কোনো সুযোগ থাকবে না। সন্দ্বীপ আসনের সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতার নেতৃত্বে দুটি নৌজাহাজ, ২০টি কাঠের ইঞ্জিন বোট এবং দুটি ভলগেটে করে প্রায় সাত হাজার নেতাকর্মী আসছি। যদি খেলা শুরুর আগে চট্টগ্রাম পৌঁছি, তাহলে সদরঘাট এলাকায় বড়পর্দায় খেলা দেখার আয়োজন করব ভাবছি।’  

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য বখতেয়ার সাঈদ ঈরান আর্জেন্টিনা সমর্থক। প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, ‘রাতে খেলাও দেখব আবার ভোরে উঠে জনসমাবেশে চলে যাব। ঘুম একটু কম হলেও সমস্যা নেই।’ 

একই অবস্থান চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তৈয়বেরও। তিনি বলেন, ‘সবাই মিলে একসঙ্গে খেলা দেখে সকালে জনসভায় যাব। বাইরে থেকে অনেকে এর মধ্যে জনসমাবেশে যোগ দিতে চট্টগ্রাম এসেছেন। তারা সবাই একসঙ্গে থাকবেন। এমন পরিস্থিতিতে রাজনৈতিক কর্মীদের নির্ঘুম রাত কাটবে প্রিয় দল আর্জেন্টিনার খেলা দেখে।’ 

আবার চট্টগ্রাম মহানগরীর হালিশহর বিডিআর মাঠসহ কয়েকটি এলাকায় বড়পর্দায় বিশ্বকাপ ফুটবলের ম্যাচটি দেখানো হবে। রাতে আর্জেন্টিনার খেলা দেখতে জনসমাবেশে আসা নেতাকর্মীরা মহানগরীর বড়পর্দাগুলোর সামনে দাঁড়াবে বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। 

আর্জেন্টিনার খেলা ঘিরে দলীয় নেতাকর্মীদের উন্মাদনার বিষয়টি দলীয় নির্দেশনায় উঠে এসেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, ‘আমাদের কাছে প্রধানমন্ত্রী বিশেষ এক আবেগের জায়গা। খেলার আবেদন ভিন্ন। নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে, খেলা দেখার পরও যেন ভোর থেকেই মাঠে সক্রিয় থাকেন তারা।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা