× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরশুরাম পাইলট স্কুলে হচ্ছে ‘ইনডোর প্লে গ্রাউন্ড’

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০৬ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

ফেনীর পরশুরামে সরকারি পাইলট স্কুল মাঠে ইনডোর প্লে গ্রাউন্ড ও গ্যালারি নির্মাণের উদ্যোগ নিয়েছেন পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক আরিফুর রহমান।

দীর্ঘদিন ধরে ছাত্র ও তরুণরা একটি ইনডোর প্লে গ্রাউন্ড তৈরির দাবি জানিয়ে আসছিল। এর প্রেক্ষিতে এই উদ্যোগ নিয়েছেন ইউএনও।

জানা গেছে, উপজেলা সদরের পরশুরাম মডেল সরকারি পাইলট হাইস্কুলের মাঠটি এখানকার ছাত্র-তরুণ ও ক্রীড়াপ্রেমী মানুষের খেলাধুলার একমাত্র স্থান। মাঠের পূর্ব পাশে ইনডোর প্লে গ্রাউন্ডে ক্রিকেট ও ব্যাডমিন্টন খেলতে পারবেন তারা। ইনডোর প্লে গ্রাউন্ড ও গ্যালারির নির্মাণ কাজ চলতি বছরের ফেব্রুয়ারি বা মার্চ মাসে শুরু হবে।

পরশুরাম পৌরসভার সহকারী প্রকৌশলী মোহাম্মদ আবদুল আলিম জানান, ইনডোর প্লে গ্রাউন্ড, গ্যালারি নির্মানের টেন্ডার চলমান। নির্মাণ কাজ দ্রুত শুরু হবে।

পরশুরাম স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপক এডভোকেট আবদুল আলিম মাকসুদ বলেন, এটি পরশুরামবাসীর জন্য নতুন কিছু। তরুণ ও ছাত্রদের খেলাধুলায় আগ্রহী করতে ও তারুণ্যকে উজ্জীবিত রাখতে এ উদ্যোগ ভূমিকা রাখবে।

পরশুরাম উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান জানান, এখানকার ছেলেদের ক্রিকেট প্র্যাকটিস ও ব্যাডমিন্টন খেলার কোনো প্লে গ্রাউন্ড নেই। বৈষম্যবিহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের অংশগ্রহণ অপরিহার্য। 

তিনি বলেন, সীমান্তবর্তী উপজেলা হওয়ায় তারুণ্য বিপথে যাওয়ার ঝুঁকি অনেক বেশি। খেলাধুলার যথেষ্ট সুযোগ না থাকলে এবং তারুণ্যকে তার যথাযথ সুযোগ সৃষ্টি করে না দিলে, তারুণ্যের সম্ভাবনা নষ্ট হবে। এসব চিন্তা থেকেই আমি ইনডোর প্লে গ্রাউন্ড ও গ্যালারি নির্মাণের উদ্যোগ নিয়েছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা