× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দৌলতপুরের শীর্ষ সন্ত্রাসী সাঈদ ঢাকায় গ্রেপ্তার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিবেদক

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫৪ পিএম

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০৬ পিএম

সাঈদ গ্রুপের প্রধান আবু সাঈদ মণ্ডল ওরফে সাঈদ। প্রবা ফটো

সাঈদ গ্রুপের প্রধান আবু সাঈদ মণ্ডল ওরফে সাঈদ। প্রবা ফটো

কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চর এলাকার শীর্ষ সন্ত্রাসী, হত্যা মামলার আসামি ও সাঈদ গ্রুপের প্রধান আবু সাঈদ মণ্ডল ওরফে সাঈদকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর রমনা থানা এলাকা থেকে ঢাকা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কুষ্টিয়ার দৌলতপুর থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে দুপুরে তাকে ঢাকা থেকে দৌলতপুর থানায় নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাঈদ উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীর চর দক্ষিণ ভাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা। গত ১১ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টার দিকে বালুর ঘাট ও মাদক কারবার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে রাজু হোসেন নামে এক তরুণকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় তিনি প্রধান আসামি। এছাড়া এলাকায় বালুর ঘাট দখল, অবৈধভাবে বালু উত্তোলন, অস্ত্র ও মাদক কারবার নিয়ন্ত্রণসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে সাঈদ বাহিনীর বিরুদ্ধে।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, পদ্মার চর এলাকার শীর্ষ সন্ত্রাসী ও হত্যা মামলার আসামি সাঈদ গ্রুপের প্রধান সাঈদকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে আরও পরে বিস্তারিত জানানো হবে। জিজ্ঞাসা শেষে আমরা তাকে কারাগারে পাঠাব। তার বিরুদ্ধে দৌলতপুর থানায় মোট ৯টি মামলা রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা