বড়াইগ্রাম (নাটোর) প্রতিবেদক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪২ পিএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১০ পিএম
বিয়েবাড়িতে প্রতিবেশীর মারপিট। প্রবা ফটো
নাটোরের বড়াইগ্রামে বিয়েবাড়িতে সাউন্ডবক্সে উচ্চশব্দে গান বাজানোয় প্রতিবেশীর মারপিটে এক কৃষক নিহত হয়েছেন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের ধলা মানিকপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কৃষকের নাম কামাল বেপারী। তিনি ওই গ্রামের মৃত ইসমাইল বেপারীর ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, নিহত কামাল বেপারীর বড় ভাই জালাল বেপারীর ছেলে সুমন বেপারীর বিয়ে হয় পাশের লালপুর উপজেলার গোধরা গ্রামের নজিরউদ্দিনের মেয়ের সঙ্গে। রবিবার বউ তুলে আনা উপলক্ষে রাত ১১টার দিকে সাউন্ডবক্সে উচ্চশব্দে গান বাজিয়ে আনন্দ করছিলেন পরিবারের লোকজন। এ সময় প্রতিবেশী তিন ভাই সামসুল বেপারী, শাজাহান বেপারী ও শাহাদত বেপারী রাগান্বিত হয়ে বিয়েবাড়িতে উপস্থিত হলে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে প্রতিবেশী ওই তিন ভাইয়ের মারপিটে কামাল ব্যাপারী ঘটনাস্থলে নিহত হয়।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য কামালের মরদেহ নাটোর হাসপাতালের মর্গে পাঠনো হয়েছে। ঘটনার পর অভিযুক্ত তিন ভাই এলাকা ছেড়ে পালিয়েছে। নিহতের পরিবার থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে।’