× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দৌলতদিয়া যৌনপল্লী থেকে অস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৩৮ পিএম

দৌলতদিয়া যৌনপল্লী থেকে বিদেশি পিস্তলসহ যুবদল নেতা আবুল হাসেম সুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রবা ফটো

দৌলতদিয়া যৌনপল্লী থেকে বিদেশি পিস্তলসহ যুবদল নেতা আবুল হাসেম সুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রবা ফটো

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে বিদেশি পিস্তলসহ আবুল হাসেম সুজন নামে এক সাবেক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে দৌলতদিয়া পূর্বপাড়া যৌনপল্লী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আবুল হাসেম সুজন রাজবাড়ী সদর উপজেলার বড়মুরারীপুর গ্রামের বাসিন্দা। তিনি জেলা যুবদলের সাবেক সভাপতি।

পুলিশ জানায়, শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গোয়ালন্দঘাট থানার এসআই মো. ফরিদ মিয়ার নেতৃত্বে একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে উত্তর দৌলতদিয়া পূর্বপাড়া যৌনপল্লীতে অভিযান পরিচালনা করে। অভিযানে আবুল হাসেম সুজনকে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত পিস্তলের ব্যারেলে অস্পষ্টভাবে সাপ্লাই ফর ইউএসএ এবং বডিতে ৭.৬৫৭ রাউন্ড ইন্ড ইতালি খোদাই করা আছে। এছাড়া গুলির ক্যাপে কেএফ ৭.৬৫ খোদাই করা রয়েছে।

রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু বলেন, ‘আবুল হাসেম সুজন একজন ঠিকাদার ও জেলা যুবদলের সভাপতি পদ থেকে ইতোপূর্বে পদত্যাগ করেছেন।’

ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার সুজনের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় অস্ত্র আইনে রবিবার মামলা করা হয়েছে। তাকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা