× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৩৭ পিএম

গাজীপুরে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। প্রবা ফটো

গাজীপুরে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। প্রবা ফটো

গাজীপুরে একটি পোশাক তৈরি কারখানায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। ফলে ঢাকা ময়মনসিংহ মহাসড়টিতে যান চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছে ওই মহাসড়কে চলাচলকারী যাত্রীরা।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে মহানগরীর বাসন সড়ক এলাকায় শ্রমিকরা এই বিক্ষোভ করেন।

শিল্প পুলিশ ও শ্রমিকরা জানান, মহানগরীর বাসন সড়ক এলাকায় হামীম গ্রুপের দ্যাটস ইট নামে একটি কারখানায় ৭২ জন শ্রমিককে ছাঁটাই করে। ওই ছাঁটাই এর প্রতিবাদে ছাঁটাইকৃত শ্রমিকসহ অনন্য শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের এক পর্যায়ে শ্রমিকরা বাসন সড়ক কলম্বিয়া গার্মেন্টেসর সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

শ্রমিকরা জানান, কিছুদিন পূর্বে কারখানার এক স্টাফের সাথে কিছু শ্রমিকের দ্বন্দ্বকে কেন্দ্র করে আজ প্রায় ৭২জন শ্রমিককে ছাটাইয়ের তালিকা গেইটে ঝুলিয়ে দেয়। এটা কেনো করলো তার সঠিক ব্যাখ্যা দিতে হবে। ইচ্ছেমতো শ্রমিক ছাঁটাই চলবে না।

অপরদিকে মহানগরীর বাসন থানাধীন অ্যাপারেলস প্লাস ইকো লিঃ নামে একটি কারখানা শ্রমিকরা ফ্যাক্টরি খোলার দাবি ও দুই মাসের বেতনের দাবিতে বিক্ষোভ করেন।

গাজীপুর শিল্প-পুলিশের পরিদর্শক মঞ্জুরুল হক বলেন, হামীম গ্রুপের একটি প্রতিষ্ঠানে ৭২ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। ওই ঘটনায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ বলেন, শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধের কারণে মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে। তাদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

এ বিষয়ে কথা বলার চেষ্টা করা হলেও দ্যাটস ইট কারখানার কাউকে পাওয়া যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা