× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা-সিলেট মহাসড়কে রাতে চেকপোস্ট বসিয়ে ডাকাতি

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ০০:১২ এএম

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ০০:১৪ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরার মাহমুদাবাদ এলাকায় চেকপোস্ট বসিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল একটি মাইক্রোবাস ও প্রাইভেটকার ভাঙচুর করে। এ ঘটনার অভিযোগ নিতে অবহেলা করায় কিশোরগঞ্জের ভৈরব থানায় দুই পুলিশ কর্মকর্তাকে কিশোরগঞ্জ পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়।

তারা হলেনÑ ভৈরব থানার উপপরিদর্শক মো. ফরিদুজ্জামান ও সহকারী উপপরিদর্শক দেলোয়ার হোসেন। গতকাল শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন কিশোরগঞ্জে জেলা পুলিশ সুপার মো. হাসান চৌধুরী। 

জানা যায়, শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে রায়পুরার মাহমুদাবাদ নামাপাড়া এলাকায় ডাকাতি হয়। ঘটনাস্থল থেকে ভৈরবের দূরত্ব মাত্র একটি ব্রিজ। পুরাতন ব্রহ্মপুত্র নদের একপাশে ভৈরব, আরেক পাশে মাহমুদাবাদ। প্রতিদিন ভৈরব হাইওয়ে থানা পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে। ঘটনার দিন ডাকাতদের পুলিশি স্টাইলে সিগন্যাল পেয়ে চালকরা গাড়ি দাঁড় করান। এরপর তারা অস্ত্রের মুখে যাত্রী ও চালকদের জিম্মি করে মোবাইল, সোনার গহনা ও নগদ অর্থ ছিনিয়ে নেন। একটি মাইক্রোবাস ও প্রাইভেটকার না দাঁড়ালে তারা ইট নিক্ষেপ করে গাড়ি দুটি ভাঙচুর করেন। 

এ ঘটনায় ভুক্তভোগীরা ভৈরব থানায় গিয়ে অভিযোগ দিতে চাইলে পুলিশ জানায়, ঘটনাটি তাদের অধীন এলাকার নয়। অভিযোগ গ্রহণ না করে তাদের রায়পুরা থানায় যাওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে ভুক্তভোগীরা অভিযোগ না দিয়েই রাতে গন্তব্যে চলে যান।

ভৈরব থানার সামনে ভুক্তভোগীদের একটি ভিডিও ধারণ করে ফেসবুকে শেয়ার করেন এক ব্যক্তি। ৩ মিনিটের ওই ভিডিওতে ডাকাতির শিকার ব্যক্তিরা তাদের ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দেন।

এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার ওসি নুরুল হক জানান, ওই রাতে মহাসড়কে পুলিশের টহল ছিল। তবে ভুয়া পুলিশ চেকপোস্ট বসিয়ে ডাকাতির কোনো তথ্য তাদের কাছে নেই। কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. হাসান চৌধুরীর সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, কোনো পুলিশ সদস্য দায়িত্বে অবহেলা করলে অফিসিয়ালি ব্যবস্থা নিতে হবে। দায়িত্বে অবহেলা ছিল বলে দুই পুলিশকে বরখাস্ত করে কিশোরগঞ্জ লাইন্সে প্রত্যাহার করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা