নরসিংদী প্রতিবেদক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ২২:২৫ পিএম
বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, ‘দেশবসীকে আরও আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে। আন্দোলন শেষ হয়ে যায়নি। এখনও সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করেই চলছে।’
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে নরসিংদীর কাউরিয়াপাড়া ঈদগাহ মাঠে আয়োজিত বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, ‘আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ নির্বাচনের রোডম্যাপের দাবিতে আজ আমাদের সভা করতে হচ্ছে। যাই করিনা কেন সে সব কিছুই হতে হবে জিয়া মতবাদকে ভিত্তি করে। জিয়াউর রহমান এদেশে বাংলাদেশি জাতীয়তাবাদ, ইসলামী মূল্যবোধ এবং সাম্যতা প্রতিষ্ঠা করেছেন। তারই সুযোগ্য পুত্র তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে দেশের ছাত্র-জনতা শেখ হাসিনাকে এ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। তাই জিয়ার সাম্য ও জাতীয়তাবাদের ভিত্তিতেই আগামী দিনের রাজনীতি নির্ধারিত হবে।’
তিনি বলেন, ‘পাশাপাশি প্রয়োজনীয় সংস্কার এবং সংবিধান সংস্কারেও জিয়ার মূল স্তম্ভের ভিত্তিতেই হতে হবে। এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয়, বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে রক্ষা করতে হবে। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যে কোনও কিছুর বিনিময়ে আমাদের রক্ষা করতে হবে। সে জন্য জাতীয়তাবাদী সৈনিকদের ঐক্যের প্রয়োজন। আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা নয়।’
দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবীতে আয়োজিত সমাবেশের সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহী। এসময় উপস্থিত ছিলেন- বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল ইসলাম বাবুল, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সদস্য আকরামুল হাসান মিন্টু, ইকবাল হোসেন শ্যামল, রাশেদ ইকবাল খান, সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল, ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
এর আগে জেলার উপজেলাগুলো থেকে বিভিন্ন প্লাকার্ডসহ মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসেন বিএনপির নেতাকর্মীরা। সমাবেশ শুরুর আগেই সমাবেশস্থল লোকারণ্য হয়ে ওঠে।