নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৬ পিএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৭ পিএম
বরিশালের বাকেরগঞ্জ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রবা ফটো
শিক্ষার্থীদের সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে বরিশালের বাকেরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ছাত্র, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভা।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বাকেরগঞ্জ অডিটোরিয়ামে ছাত্র শিক্ষক ঐক্য পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে। এসময় সামাজিক দূরত্ব দূরীকরণ, শিক্ষার্থীদের অধ্যায়ন মুখীকরণ, শিক্ষকদের মর্যাদা অক্ষুন্ন রাখা ও মাদকমুক্ত তরুণ সমাজ গঠনের বিষয়ে আলোচনা করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত বক্তারা। সভায় শিক্ষার্থীরাও তাদের নানা ভাবনা তুলে ধরেন। মতবিনিময়ের সভা থেকে নানা বিষয়ে জ্ঞান অর্জনের পাশাপাশি অংশগ্রহণ করতে পেরে খুশি শিক্ষার্থীরা। এর মাধ্যমে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্য দূরত্ব কমে আসার সাথে সাথে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটবে বলে মনে করেন আয়োজকরা।
মত বিনিময় সভায় শিক্ষক ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ ফজলুর রহমান মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাকেরগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সহকারী অধ্যাপকসহ বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।