× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দিনাজপুরে বৈষম্যবিরোধীদের কমিটিকে অবাঞ্ছিত ঘোষণার দাবি

দিনাজপুর প্রতিবেদক

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৬ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

দিনাজপুর জেলায় ভুয়া এবং অবাঞ্ছিত ছাত্র প্রতিনিধিদের দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠনের অভিযোগ উঠেছে। এই কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে অবাঞ্চিত ঘোষণা করে নতুন কমিটি গঠন করা না হলে আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে এক জরুরি সংবাদ সম্মেলনে এমন দাবি করেছেন তারা।

সম্মেলনে লিখিত বক্তব্যে হিমেল দেওয়ান অভিযোগ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দিনাজপুর জেলা কমিটি তৈরি করা হয়েছে কিছু ভূয়া ছাত্র প্রতিনিধি দ্বারা, যারা আন্দোলনে ছিলেন না। তারা ৫ আগস্টের পর আসে এবং সম্বয়ক দাবি করে। এরা সম্বয়ক পরিচয়ে নানা অপকর্ম করে আসছে। যাদের কমিটিতে গুরুত্বপূর্ন পদে রাখা হয়েছে তাদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। স্বজনপ্রীতি এবং স্বার্থ রক্ষার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে।

তারা দাবি করেন- অযোগ্যদের নিয়ে গঠিত এই কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে ইতিমধ্যে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেশকাত আরেফিন শাকিল সহ যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্য সচিব, সহ সংগঠক যোদ্ধাদের অর্ধশতাধিক সদস্য পদত্যাগ করেছেন।

সমম্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের প্রতি দিনাজপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যোদ্ধারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই কমিটি বাতিল না করলে রাস্তায় আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে কেন্দ্রীয় কমিটির নেতাদের অবাঞ্ছিত ঘোষণা করা হবে।

সম্মেলনে বক্তব্য রাখেন- শাহিদ আনোয়ার, মেশকাত আরেফিন ফারহান, আরিশা তাজরিন, ফয়সাল রহমান, আশরাফুল ইসলামসহ অন্যরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা