× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিশুপুত্রকে হত্যার অভিযোগে পিতা আটক

মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৫ পিএম

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫২ পিএম

শিশুপুত্রকে হত্যার অভিযোগে পিতা আটক

কুমিল্লার মুরাদনগরে দাম্পত্য কলহের জেরে রক্ষা পেল না ১৬ মাসের শিশু আব্দুল্লাহ। তাকে হত্যার অভিযোগ উঠেছে তারই পিতার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত পিতা কারি আবু নাইমকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

শনিবার (২২ ফেব্রুয়ারি) মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত কারি আবু নাইম মুরাদনগর সদরের মৃত আব্দুল খালেক মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল্লাহ জন্মগ্রহণের শুরু থেকে আবু নাইম তার সন্তান হিসেবে তাকে অস্বীকার করে আসছিলেন। জন্মগ্রহণের পরপরই তিনি ওই শিশুটিকে একবার গলাটিপে হত্যারও চেষ্টা করেন। এ নিয়ে পরিবারে দ্বন্দ্ব চলছিল। বিষয়টি কয়েকবার সামাজিকভাবে মেটানোর চেষ্টাও হয়।

শিশুটির মা শাহিদা আক্তার বলেন, গতকাল থেকে আব্দুল্লাহর জ্বর অনুভব হচ্ছিল। সকালে স্বামীকে বলে আব্দুল্লাহকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইছিলাম। তখন সে বলে তুমি বাড়িতে থাক, আমি নিয়ে যাচ্ছি। একথা বলে তিনি আব্দুল্লাহকে নিয়ে চলে যায়। বাড়ি থেকে বের হয়ে তার মোবাইল বন্ধ করে দেয়। যে কারণে তার সাথে আর যোগাযোগ করতে পারিনি। পরে দুপুর সাড়ে ১২টার দিকে সে আমার ছেলের লাশ নিয়ে আসে এবং বাড়িতে ফেলে রেখে চলে যায়। এ সময় আমি চিৎকার করলে স্থানীয়রা তাকে আটক করে। আমার স্বামীই আমার সন্তানকে হত্যা করেছে। আমি তার ফাঁসি চাই। 

মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, সন্তান হত্যার অভিযোগে পিতা আবু নাইমকে আটক করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা