মুন্সীগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৩ পিএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৯ পিএম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধারালো অস্ত্রের মুখে তুলে নিয়ে ধলেশ্বরী নদীর তীরে এক নারী গার্মেন্টকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার ১৫ দিন পর সিরাজদিখান থানায় মামলা করা হয়েছে।
এ ঘটনায় শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বালুচর ইউনিয়নের চর চসুমদ্দিন গ্রামে অভিযান চালিয়ে নুরুল ইসলাম নুরু নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে চর চসুমদ্দিন গ্রামের ওসমান গনির ছেলে। নুরুকে গতকাল শনিবার আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরু পুলিশের কাছে ধর্ষণের কথা স্বীকার করেছে। তার তথ্যে বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জানা যায়, ওই গার্মেন্টকর্মী ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার একটি গার্মেন্টসে কাজ শেষ করে সিরাজদিখান উপজেলার বালুচরের মোল্লাকান্দি বাজারে স্বামীর কাছে অটোরিকশায় করে ফিরছিলেন। ফেরার পথে বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামের ডিসি প্রজেক্টের সামনে অটোরিকশটি এলে ধারালো অস্ত্রের মুখে তাকে তুলে ধলেশ্বরী নদীর পাড়ে নিয়ে যাওয়া হয়। সেখানে একাধিক ব্যক্তি তাকে ধর্ষণ করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক তদন্ত হাবিবুর রহমান বলেন, এ অভিযোগে শুক্রবার ধর্ষণের শিকার ওই নারী বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে সিরাজদিখান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। মামলার পর পুলিশ নুরুল ইসলাম নুরুকে গ্রেপ্তার করে। মামলার বাকি আসামিরা হলোÑ রহিম, আরিফ সরকার, বাবুল ও সোলেমা। তাদের সবার বাড়ি সিরাজদিখানের বালুরচর এলাকায়।