× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘নির্বাচন নিয়ে টালবাহানা জনগণ মেনে নেবে না’

রংপুর অফিস

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৬ পিএম

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ২২:২৭ পিএম

রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে প্রধান অতিথির বক্তব্যে দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। প্রবা ফটো

রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে প্রধান অতিথির বক্তব্যে দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। প্রবা ফটো

নির্বাচন নিয়ে টালবাহানা করে সময় ক্ষেপণ জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। 

তিনি বলেছেন, সংস্কার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আপাতত যে কাজ করলে দ্রুত নির্বাচন দেওয়া সম্ভব হবে সেই কাজ শেষ করুন। নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ডানে-বায়ে, এদিকে-সেদিক টালবাহানা করে সময় ক্ষেপণ করলে জনগণ তা মেনে নেবে না। অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ও তারিখ ঘোষণা দেন। সেই সঙ্গে রমজানের আগে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণের ব্যবস্থা করুন। জনগণ জীবন দিয়ে, পঙ্গুত্ববরণ করে অনেক আশা-ভরসা করে এ সরকারকে এনেছে। সরকার আমাদের আশা পূরণে ব্যর্থ হচ্ছে। পুরো ব্যর্থ হওয়ার আগে নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করুন। তাহলে আপনারা বাঁচবেন, জনগণও বাঁচবে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন দাবির ব্যানারে অনুষ্ঠিত জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবুল খায়ের ভূঁইয়া বলেন, ‘জুলাই আগস্টের আন্দোলনে শেখ হাসিনার পতন হয়নি। দীর্ঘদিনের আন্দোলনের ধারাবাহিকতার শেষ প্রান্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আপামর জনসাধারণ ও বিএনপি মিলে হাসিনার পতন ঘটিয়েছে। এটার মাস্টারমাইন্ড ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এটা সকল রাজনৈতিক দল স্বীকার করে। তবে এখন কিছু কিছু মানুষ তাদের স্বার্থের জন্য এ কথার বিরোধীতা করছে।’

তিনি বলেন, শেখ হাসিনা দেশের মানুষের অর্থ আত্মসাত, খুন, গুম, আয়নাঘর তৈরি করেছে। দেশের জনগণের স্বার্থ, স্বাধীনতা-সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে দেশকে পরাধীন রাষ্ট্রে পরিণতা করার চেষ্টা করেছিল। শেখ হাসিনা বাংলাদেশের পতাকা বিক্রি ছাড়া আর কিছু বাকি রাখেনি। শহীদ জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, মুক্তিযুদ্ধ করেছেন, সেই স্বাধীনতা-সার্বভৌমত্ব আমাদের রক্ষা করতে হবে।

তিনি আরও বলেন, ২০২৪ সালে যেভাবে হাসিনা ভারতে পালিয়ে গিয়েছিল, ১৯৭১ সালে শেখ মুজিবুর রহমান দেশের সাড়ে ৭ কোটি মানুষকে রেখে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। তখন আওয়ামী লীগের কোনো নেতাকে পাওয়া যায়নি। জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দেওয়ার পর দেশে আনুষ্ঠানিকভাবে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল; যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত।  

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেন, আমরা সুস্পষ্ট করে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই অবিলম্বে দেশে নদীগুলোর পানির ন্যায্য হিস্যার বিষয়টি জাতিসংঘে উপস্থাপন করুন। শেখ হাসিনা বিগত ১৭ বছর ভারতের তাবেদারী করেছে। তিনি মুখে বলেছেন, ভারতে যা দিয়েছি তা তাদের ভোলার নয়। ভারত আমাদের তিস্তার পানি দেয়নি, ফারাক্কার সমস্যা সমাধান করেনি। হাসিনা হাজার হাজার কোটি টাকা লুট করেছে। আপনারা লুট করা টাকা দেশে ফিরিয়ে জনগণের উন্নয়নের জন্য তা ব্যবহার করুন।  

তিনি আরও বলেন, তারেক রহমান আগামীর বাংলাদেশ বির্নিমানে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনা করে ৩১ দফা দাবি দিয়েছেন। এটি বাস্তবায়ন হলে দেশ সুখী, সমৃদ্ধ ও শক্তিশালী হবে। আমরা এই ৩১ দফার তথ্য ঘরে ঘরে পৌঁছে দিতে চাই।

রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপি রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাহিদা রহমান জোসনা, জেলা বিএনপির অন্যতম সদস্য এমদাদুল হক ভরসা, মহিলা দল কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সী, পীরগাছা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা, বদরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক পরিতোষ চক্রবর্তীসহ অন্যরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা