× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যবসায়িক সম্মেলন

ঋণখেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের তাগিদ

রংপুর অফিস

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২৩ পিএম

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩২ পিএম

রংপুর শনিবার সকালে ব্র্যাক লানিং সেন্টারে ব্যাংকের ব্যবসায়িক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো:শওকত আলী খান। প্রবা ফটো

রংপুর শনিবার সকালে ব্র্যাক লানিং সেন্টারে ব্যাংকের ব্যবসায়িক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো:শওকত আলী খান। প্রবা ফটো

সোনালী ব্যাংকের ঋণখেলাপিদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণে শাখা ব্যবস্থাপকদের তাগিদ দিয়েছেন ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে ব্র্যাক লার্নিং সেন্টারে ব্যাংকের ব্যবসায়িক সম্মেলনে প্রধান অতিথি ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শওকত আলী খান এ তাগিদ দেন।

তিনি বলেন, ঋণখেলাপি সবার জন্য একই আইন। তাদের ব্যাংকের গ্রাহক ছাড়া অন্য কোনো দৃষ্টিতে দেখার সুযোগ নেই। খেলাপি আদায়ের জন্য নিয়ম অনুযায়ী যা করণীয় তাই করবে সোনালী ব্যাংক।

তিনি আরও বলেন, ২০২৫ সালে ব্যাংকিং কার্যক্রমে সেবা ও মান উন্নয়নের লক্ষ্যে আমরা কাজ করছি। ঢাকার বাইরের গ্রাহকরা যেন উন্নত ব্যাংকিং সেবাসহ তারা ব্যবসা-বাণিজ্যে সার্বিক সহযোগিতা পান সেদিকে শাখা কর্মকর্তাদের তাগিদ দেওয়া হয়েছে। এ ছাড়া উৎপাদনশীল ক্ষেত্রে কীভাবে ব্যাংকিং সহায়তা বাড়ানো যায় সেদিকে আমাদের বিশেষ দৃষ্টি রয়েছে। গ্রাহকরা যেন ঝামেলামুক্তভাবে ঋণ পান সে লক্ষ্যে কাজ করা হচ্ছে। 

রংপুর জিএম অফিসের জেনারেল ম্যানেজার আমিনুর ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন জেনারেল ম্যানেজার আলী আশরাফ আবু তাহের ও দিনাজপুর জিএম অফিসের জেনারেল ম্যানেজার মো. মিজানুর রহমান মজুমদার। 

সম্মেলনে সোনালী ব্যাংক রংপুর ও দিনাজপুর জেলার প্রিন্সিপাল অফিস, করপোরেট শাখা প্রধান, প্রিন্সিপাল অফিসসহ সব শাখা ব্যবস্থাপক অংশগ্রহণ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা