কুমিল্লা (দক্ষিণ) প্রতিবেদক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১০ পিএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১০ পিএম
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগে আজ আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি। বিগত ১৫ বছর আপনাদের কাছে আসতে পারিনি। আমাকে চৌদ্দগ্রামে ঢুকতে দেওয়া হয়নি। বাবা-মায়ের কবর পর্যন্তও জিয়ারত করার সুযোগ পাইনি। এ সময় অনেক আত্মীয়স্বজন, প্রতিবেশী ও সাংগঠনিক নেতাকর্মী মারা গেলেও তাদের দেখার সুযোগ হয়নি আমার।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে পাইলট স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের চৌদ্দগ্রাম উপজেলা মহিলা সম্মেলনে আলাদা প্যান্ডেলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে নারী সমাজের ভূমিকা নিয়ে জামায়াতের এই নেতা বলেন, রাসুল (সা.) এর যুগে হযরত আয়েশা, খাদিজা ও সুমাইয়াদের মতো অসংখ্য মহিয়সী নারী ইসলামের জন্য আত্মত্যাগের পাশাপাশি তাদের সম্পদ ও সময় দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করতে সহযোগিতা করেছিলেন। আপনারা তাদের উত্তরসূরী হিসেবে ইসলামের পক্ষে সমর্থন ও কাজ করার লক্ষে আজকের এ সমাবেশে সমবেত হয়েছেন। আমরা চেয়েছিলাম শেখ হাসিনার পদত্যাগ। কিন্তু আল্লাহর ইচ্ছায় তিনি পদত্যাগের পাশাপাশি দেশত্যাগ করতে বাধ্য হয়েছেন।
এ সময় চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর মুহাম্মদ শাহজাহান, উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন।
এছাড়া বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মান, রাজনৈতিক ও পার্শ্ব সংগঠন বিভাগীয় সেক্রেটারি ডা. হাবিবা চৌধুরী সুইট, কুমিল্লা অঞ্চল সহকারী শাহীন আক্তার, ফেরদৌস সুলতানা।
এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন মহিলা জামায়াতের জেলা সেক্রেটারি শাহিনা আক্তার।