সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫৩ পিএম
প্রতীকী ছবি।
মানিকগঞ্জের সাটুরিয়ায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় মো. জসিম উদ্দিন নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
শুক্রবার (২২ ফেব্রুয়ারি) গভীর রাতে নিজ বাড়িতে ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
মৃত জসিম উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের রাইল্যা মধ্যপাড়া এলাকার মো. ফিরোজ উদ্দিনের ছেলে। জসিমের চার বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে মোটরসাইকেল কেনার জন্য বাবার কাছে টাকা চাচ্ছিলেন জসিম। বাবা টাকা না দেওয়ায় শুক্রবার মধ্যরাতে নিজ ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
সাটুরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।