কালকিনি (মাদারীপুর) প্রতিবেদক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২৯ পিএম
কালকিনি পৌর বাস টার্মিনাল। প্রবা ফটো
নির্মাণের পাঁচ বছর পরও চালু হয়নি মাদারীপুরের কালকিনি পৌর বাস টার্মিনাল। ফলে ব্যস্ততম ঢাকা-বরিশাল মহাসড়কে দাঁড়িয়ে পরিবহনের ওঠা-নামা করতে হচ্ছে যাত্রীদের। এতে সৃষ্টি হচ্ছে চরম যানজট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, ২০১৮ সালের মে মাসে কালকিনি পৌর এলাকায় ৪২ নম্বর মজিদবাড়ি মৌজায় ভূরঘাটাতে ১ একর ৩০ শতাংশ জমি নিয়ে বাস টার্মিনালের নির্মাণ কাজ শুরু হয়, যা ২০১৯ সালের ডিসেম্বরে শেষ হয়। এতে ব্যয় হয় দুই কোটি ৫৫ লাখ টাকা। সেই সঙ্গে চূড়ান্ত বিলের সব টাকাও তুলে নেয় মিজান এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে নির্মাণের পাঁচ বছর পরও বাস টার্মিনালটি চালু হয়নি। ফলে মহাসড়কেই পরিবহনগুলোতে ওঠা-নামা করতে হচ্ছে যাত্রীদের। এতে যানজটসহ নানা ভোগান্তিতে পড়ছেন যাত্রী এবং সাধারণ জনগণ। অপরদিকে এখানে সন্ধ্যা হলে মাদক সেবী আর বখাটেদের আড্ডাখানায় পরিণত হয়।
বাস কাউন্টারের মালিকরা জানান, টার্মিনালে পর্যাপ্ত কাউন্টারের ব্যবস্থা নেই। টার্মিনালটি সামনের দিকে করা হলে সুবিধা হতো। ওখানে সাধারণ যাত্রীরা যেতে চায় না।
বাস চালকেরা জানান, বাস টার্মিনালটি চালু না থাকায় বাধ্য হয়ে সড়কের ওপরে বাস থামাতে হচ্ছে। ঝুঁকি নিয়ে যাত্রী ওঠানামা করাতে বাধ্য হই।
স্থানীয় ব্যবসায়ী বিল্টু দাস বলেন, টার্মিনালটি পরিত্যক্ত অবস্থায় চলে আছে। এতে যানজট লেগে থাকা, বাজারে লোকজন ঢুকতে অসুবিধা হওয়াসহ নানান সমস্যা হয়। টার্মিনালটি চালু হলে আমাদের সকলের জন্য সুবিধা। সকলের সুবিধার্থে পৌর টার্মিনালটি দ্রুত চালুর দাবি জানাই।
এ ব্যাপারে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক উত্তম কুমার দাশ জানান, বাস টার্মিনালটির চালুর বিষয়ে ইতিমধ্যে কাউন্টার মালিকদের সাথে আলোচনা হয়েছে, তাদের কিছু দাবি-দাওয়া আছে। দ্রুত সেগুলোর বিষয়ের সিদ্ধান্ত নিয়ে টার্মিনালটি চালুর ব্যবস্থা করা হবে।