সিরাজগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৪৫ পিএম
প্রবা ফটো
সিরাজগঞ্জের বেলকুচির দেলুয়া শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম মন্দির থেকে গতমাসে চুরি হওয়া ৩টি পিতলের প্রতিমা ও স্বর্ণ উদ্ধার করেছে বেলকুচি থানা পুলিশ। এ সময় চুরির দায়ে হামিদুল ইসলাম ওরফে আরিফ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বোলগাঁতী গ্রামে আরিফের শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া সরঞ্জামাদি উদ্ধার হয়। গ্রেপ্তার আরিফ এনায়েতপুর থানার রুপনাই গ্রামের দাদু শেখের ছেলে।
বেলকুচি থানার ওসি মো. জাকেরিয়া হোসেন বলেন, গতমাসে ওই মন্দির থেকে পিতলের প্রতিমা ও স্বর্ণ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা পর থেকেই আমরা চুরি হওয়া সরঞ্জামাদি উদ্ধার তৎপরতা শুরু করি। এরপর গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রাতে আরিফের শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার তথ্যের ভিত্তিতে তার শ্বশুরবাড়ি থেকেই চুরি হওয়া সরঞ্জামাদি উদ্ধার করা হয়। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।