× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপি ও পুলিশের বাধায় সাধুর মেলা পণ্ডের অভিযোগ

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৩ পিএম

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ০১:১৭ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মানিকগঞ্জের সিঙ্গাইরে স্থানীয় বিএনপি নেতা ও পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে আজিমপুর ফকির মওলা দরবার শরিফের সাধুর মেলা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) স্থানীয় বিএনপি নেতাকর্মীদের হামলায় মেলার চারজন ভক্ত আহত হয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মেলা থেকে ৭-৮ জনকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি বছর ২১ ফেব্রুয়ারি পৌর এলাকার আজিমপুর ফকির মওলা দরবার শরিফে শুরু হয় তিন দিনব্যাপী সাধুর মেলা। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে এ বছর একদিনের জন্য মেলাটি ছোট পরিসরে আয়োজন করা হয়। সকালে দূর-দূরান্ত থেকে ভক্তরা মেলায় আসতে শুরু করে।

আয়োজকদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, স্থানীয় বিএনপি নেতাকর্মীরা মেলায় উপস্থিত সাধু-সন্ন্যাসীদের মারধর করে। এতে ৪ জন ভক্ত আহত হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যর পরিস্থিতি স্বাভাবিক রাখতে রশিদ সরকারের বড় ছেলে সিঙ্গাইর পৌরসভার সাবেক মেয়র আবু নাঈম মো. বাশারের মা ও স্ত্রীসহ ৭ জনকে পুলিশি হেফাজতে নেন।

মেলার দায়িত্বে থাকা নুরু পত্তনদার বলেন, ‘আমরা এ বছর মেলাটিতে তেমনকিছু আয়োজন করিনি। কিন্তু দূর-দূরান্ত থেকে ভক্ত-অনুসারীরা দরবার শরীফে এসে মাজার জিয়ারত করে চলে যায়। হঠাৎ করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিঠুর নেতৃত্বে  আমাদের ভক্তদের উপর অতর্কিত হামলা হয়। এতে ৪ জন আহত হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে আমরা ভক্তদের শান্ত করার চেষ্টা করি।’

সিঙ্গাইর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহাবুবুর রহমান মিঠু বলেন, ‘আমরা মেলা বন্ধ করতে যাইনি। মেলা দেখতে গিয়েছিলাম। এ সময় লাঠিসোটা নিয়ে আমাদের মারতে আসে তারা। পুলিশ কয়েকজনকে থানায় নিয়ে এসেছে। এ বিষয়টি নিয়ে বসা হচ্ছে।’

মানিকগঞ্জের সহকারী পুলিশ সুপার (সিঙ্গাইর সার্কেল) মো. নাজমুল হাসান বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৭-৮ জনকে আটক করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা