লক্ষ্মীপুরে সেবাপ্রার্থীদের সেবা গ্রহণের পাশাপাশি বই পড়তে উৎসাহিত করতে ৩৬টি ইউনিয়ন পরিষদে পাবলিক লাইব্রেরি স্থাপন করা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার মান্দারী ও চরশাহী ইউনিয়ন পরিষদ ভবনে লাইব্রেরির উদ্বোধন করা হয়।
ফিতা কেটে লাইব্রেরির উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
এ সময় উপস্থিত ছিলেন লেখক ও গবেষক কুদরত-ই-হুদা, কবি ও সম্পাদক জুনুন রাইন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জসীম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ, মান্দারী ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সালেহ উদ্দিন, চরশাহী ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম প্রমুখ।
জেলা প্রশাসক রাজীব কুমার সরকার জানান, মানসিক বিকাশে বই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউনিয়ন পরিষদে এসে সেবাগ্রহিতারা যেন বই পড়তে পারে সেজন্য লাইব্রেরি স্থাপন করা হয়েছে। একইসঙ্গে এ উদ্যোগে মানুষ বই পড়ায় উৎসাহী হবে।