× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনীতে ‘আমার জেলায় আমি সেরা, সিজন-৩’ গ্র্যান্ড ফাইনাল

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫৯ পিএম

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩২ পিএম

শুক্রবার শহরের জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে গ্র্যান্ড ফাইনাল আয়োজিত হয়। প্রবা ফটো

শুক্রবার শহরের জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে গ্র্যান্ড ফাইনাল আয়োজিত হয়। প্রবা ফটো

ফেনী জেলায় স্বরূপ সাহিত্য সাংস্কৃতিক সংসদের আয়োজনে ‘আমার জেলায় আমি সেরা, সিজন-৩’- এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) শহরের জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ গ্র্যান্ড ফাইনাল আয়োজিত হয়। এ অডিশনে গান ও তেলাওয়াতে ‘ক’, ‘খ’, ‘গ’ গ্রুপে পাঁচজন করে এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় জনকে নগদ টাকাসহ মোট ৩০ জন শিল্পীকে ক্রেস্ট, সার্টিফিকেট ও বই উপহার দেওয়া হয়।

স্বরুপ পরিচালক সাইফুল্লাহ ফাহিমের পরিচালনা ও সহকারী পরিচালক ইমরান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমন্বিত সাংস্কৃতিক সংসদের (সসাস) নির্বাহী পরিচালক এইচ এম আবু মুসা।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন শিক্ষানুরাগী অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া এবং বিশেষ অতিথি ছিলেন- স্বরূপের ফেনী জেলা প্রধান উপদেষ্টা মুফতি আবদুল হান্নান, স্বরূপের সাবেক পরিচালক খন্দকার জিয়াউর রহমান, বর্তমান চেয়ারম্যান ওমর ফারুক, উপদেষ্টামন্ডলীর সদস্য আবু হানিফ হেলাল, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের তত্বাবধায়ক ইবনে বাশার আরাফ, আরাফাত হোসেন শান্ত, আলমগীর হোসেন, আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।

স্বরুপের সহকারী পরিচালক ইমরান হোসেন জানান, এ অডিশনে জেলার ২ হাজার ৫০০ শিল্পী অংশ নিয়েছে। এর মধ্যে ৩০০ জন দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয় এবং এর থেকে ৩৫ জনকে গ্র্যান্ড ফাইনালের জন্য বাছাই করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা