ধামরাই (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২৭ পিএম
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩৮ পিএম
প্রতীকী ছবি
ঢাকার ধামরাইয়ে প্রকাশ্যে বাবুল হোসেন নামে সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের পরিবারের দাবি, পূর্বশত্রুতার জেরে স্থানীয় সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কুল্লা ইউনিয়নের মাকুলিয়া গ্রামের আকসিরনগর আবাসিক প্রকল্পের ভেতরে এ ঘটনা ঘটে।
নিহত বাবুল হোসেন মাকুলিয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। তিনি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তিনবারের সাবেক ইউপি সদস্য। তিনি স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
নিহতের স্ত্রী ইয়াসমিন আক্তার বলেন, ‘আমার স্বামী আজকে জুম্মার নামাজের পরে সরিষা ক্ষেত দেখতে গিয়েছিলেন। তখন আমাদের পাড়ার আফসার, আরশাদ, মনিরসহ আরও কয়েকজন ধারাল দেশিয় অস্ত্র ও লোহার রড নিয়ে আমার স্বামীকে কুপিয়ে দুই চোখ উপড়ে ফেলে এবং মাথা থেতলে দেয়। আমার স্বামী ১২ বছর মেম্বার ছিল। সে কখনও কোনো অন্যায় কাজে জড়িত ছিল না। কোনো ভেজালে যায় না। আমি তাকে বলেছিলাম, তোমার আর মেম্বারি করা লাগবে না, তুমি ক্ষেত চাষ করে খাও। আমার স্বামী অন্যায়ের প্রতিবাদ করায় তাকে আজ প্রাণ দিতে হলো।’
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল কর্মকর্তা ডা. ইজাজ বলেন, ‘বিকাল সোয়া ৩টার দিকে বাবুল হোসেন নামে একজনকে আমাদের এখানে আনা হয়। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। পরে তার ইসিজি করে মৃত ঘোষণা করা হয় এবং পুলিশে খবর দেওয়া হয়।’
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইতোমধ্যে পুলিশের কয়েকটি দল কাজ শুরু করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় একটি হত্যা মামলা করা হবে।’