× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বান্দরবানে চার অপহরণকারী গ্রেপ্তার

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩১ পিএম

বান্দরবানের লামায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনার চার অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রবা ফটো

বান্দরবানের লামায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনার চার অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রবা ফটো

বান্দরবানের লামায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় চার অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন) আবদুল করিম বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার থানচি উপজেলার রেমাক্রি এলাকার শিমন ত্রিপুরা নয়ন ,  রোয়াংছড়ি উপজেলার সাজু ত্রিপুরার দুই ছেলে জ্যাকসন ত্রিপুরা ও প্রশান্ত ত্রিপুরা, লামার গজালিয়া এলাকার খবি চন্দ্র ত্রিপুরার ছেলে জয়ন্ত ত্রিপুত্রা।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার সরই ইউপিতে ১৪ জানুয়ারি, ১ ফেব্রুয়ারি দুই দফায় ১৪ জন ও ১৬ ফেব্রুয়ারি ফাসিয়াখালি ইউপি এলাকার ২৩ রাবার বাগানের শ্রমিককে অপহরণ করে নিয়ে অপহৃত ব্যক্তিদের জিম্মি করে তাদের পরিবারের কাছ থেকে মোটা অংকের মুক্তিপণের বিনিময়ে অপহৃতদের মুক্তি দেয়। এরপর থেকে অপহরণকারীদের গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ। এরই প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি লামা ও বান্দরবান সদরের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম জানান, অভিযানে চার অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সহযোগী অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা