ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২৫ পিএম
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১৪ পিএম
শুক্রবার জুমার নামাজের পর ভৈরব উপজেলা পরিষদের সামনে এ বিক্ষোভ হয়। ছবি : প্রবা
কিশোরগঞ্জের ভৈরবে মহানবী (সা.)-কে অবমাননার অভিযোগে সোহেল হাসান গালিবের বিচার দাবিতে বিক্ষোভ করেছেন তাওহীদি ছাত্র-জনতা। একইসঙ্গে রাখাল রাহা ও র্যাব কর্মকর্তা আলেপ উদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর উপজেলা পরিষদের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন- ঢাকা জামিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক মুফতি মিজানুর রহমান ভৈরবী, সরকারি হাজী আসমত কলেজের খতিব মুফতি মুশফিকুর রহমান, মুফতি বশির আহমেদ, মাওলানা জাহিদ হাসান, হাফেজ আলী হোসাইন, মুফতি সুলাইমান হাবিব প্রমুখ৷ আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন উপজেলা কমপ্লেক্স মসজিদের খতিব মুফতি শহিদুল্লাহ আবরার।
বক্তারা বলেন, “মহানবী (সা.)-কে অবমাননা করে বক্তব্য শুধু ধর্মীয় অনুভূতিতে আঘাতে সীমাবদ্ধ ছিল না। এর মাধ্যমে পরিকল্পিতভাবে ধর্মীয় উত্তেজনা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীলের পাঁয়তারা করা হয়েছে৷ এছাড়া সোহেল হাসান গালিব, ‘নাস্তিক’ রাখাল রাহার নিকৃষ্টতা দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের ওপর আঘাত হেনেছে। বিগত দিনের স্বৈরাচার শাসনামলে র্যাব কর্মকর্তা আলেপ উদ্দিন এক গৃহবধূকে তার স্বামীকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে রোজা ভাঙিয়ে ধর্ষণ করেন। কিছুদিন পর ওই নারী মারা যান। এমন ন্যক্কারজনক ঘটনায় আমরা ভৈরবের তাওহিদি ছাত্র-জনতা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা আশা করি সোহেল হাসান গালিব, রাখাল রাহা ও র্যাব কর্মকর্তা আলেপ উদ্দিনকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড নিশ্চিত করবে সরকার।”