× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিশুদের চিত্তবিনোদনে চালু হলো শিশুপার্ক

নীলফামারী সংবাদদাতা

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১৭ পিএম

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২৫ পিএম

শিশুদের চিত্তবিনোদনে চালু হলো শিশুপার্ক

নীলফামারী শহরবাসীর বহুদিনের প্রত্যাশা এবার পূরণ হলো। স্বাধীনতার ৫৩ বছরে জেলা শহরে ছিল না কোনো শিশুপার্ক। অবশেষে তা স্থাপিত হয়েছে। শিশুদের চিত্তবিনোদনের জন্য একটি শিশুপার্কের দাবি ছিল অনেক পুরোনো।

সেই দাবি এতদিন উপেক্ষিত ছিল। কিন্তু এবার দাবি পূরণে এগিয়ে এসেছেন খোদ জেলা প্রশাসক। তার সহযোগিতায় স্থাপিত হলো শিশুপার্ক। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকালে তা উদ্বোধনের মাধ্যমে শিশুদের জন্য খুলে দেওয়া হয়েছে। নীলফামারী শহরের শহীদ মিনার প্রাঙ্গণে নীলাম্বরী নামাঙ্কিত শিশুপার্কটি উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এটির পরিকল্পনা ও বাস্তবায়নে ছিলেন নীলফামারী পৌরসভার প্রশাসক সাইদুল ইসলাম। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম প্রমুখ। দর্শনার্থীরা ৩০ টাকায় পার্কে ঢুকতে পারবেন। এছাড়া শিশুদের রাইডস ব্যবহারে দিতে হবে আরও ৩০ টাকা করে।

পৌরসভার প্রশাসক সাইদুল ইসলাম বলেন, ‘এখানে দায়িত্ব নেওয়ার পর অনেকে একটি শিশুপার্ক স্থাপনের দাবি জানিয়েছেন। এতে জেলা প্রশাসক স্যার, সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা দিয়ে শিশুপার্ক স্থাপনে অবদান রেখেছেন। ফলে নীলাম্বরী নামাঙ্কিত শিশুপার্ক আলোর মুখ দেখতে পেল।’ 

তিনি আরও বলেন, ‘নীলাম্বরী নামে শিশুপার্কটি শিশুদের চিত্তবিনোদনের অভাব পূরণ করবে।’

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ‘শিশুদের বিনোদনের অনেক অভাব রয়েছে। এর প্রতি বিগত দিনে গুরুত্ব দেওয়া হয়নি। নতুন আশা নিয়ে নীলাম্বরী শিশুপার্ক চালু হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিতি ছিলেনÑ জেলা জামায়াতের নায়েবে আমির মনিরুজ্জামান মন্টু, পৌর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির আহ্বায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক ও সদস্য সচিব আলিফ সিদ্দিকী প্রান্তর প্রমুখ।

এদিকে বিকালে নীলফামারী শহীদ মিনার প্রাঙ্গণে জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে অমর একুশে উপলক্ষে সাত দিনব্যাপী বইমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা