× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমতলীর শাখারিয়া মাধ্যমিক বিদ্যালয়

পালিত হয়নি শহীদ দিবস শিক্ষার্থীদের ক্ষোভ

আমতলী (বরগুনা) সংবাদদাতা

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১০ পিএম

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩১ পিএম

পালিত হয়নি শহীদ দিবস শিক্ষার্থীদের ক্ষোভ

বরগুনার আমতলী উপজেলার শাখারিয়া মাধ্যমিক বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়নি। প্রধান শিক্ষক একেএম শাহ আলম এ দিন বিদ্যালয় ছুটি ঘোষণা করেছেন। উপজেলার সব বিদ্যালয় দিবসটি নানা আনুষ্ঠানিকতায় পালন করলেও ব্যতিক্রম শুধু ছিল ওই বিদ্যালয়।

এমনকি জাতীয় পতাকাও অর্ধনমিত রাখা হয়নি। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। দ্রুত বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের।

বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রধান শিক্ষক একেএম শাহ আলম গত বৃহস্পতিবার বিদ্যালয় ছুটি ঘোষণা করেছেন। শুক্রবার কোনো শিক্ষার্থী ও শিক্ষক বিদ্যালয়ে আসেনি। তাই মাতৃভাষা দিবসের কোনো অনুষ্ঠানও হয়নি। সকালে বিদ্যালয়ের কর্মচারী আব্দুল কুদ্দুস জাতীয় পতাকা উত্তোলন করেছেন। এ ঘটনায় স্থানীয়দের মাঝেও ক্ষোভ বিরাজ করছে। 

সরেজমিন গিয়ে দেখা গেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষসহ সব শ্রেণিকক্ষ তালাবদ্ধ। কোনো শিক্ষক ও শিক্ষার্থী নেই। জাতীয় পতাকা টানানো কিন্তু তা-ও অর্ধনমিত নয়।

অভিভাবক গুল ইসলাম বলেন, বিদ্যালয়ে মাতৃভাষা দিবস পালন করা হয়নি। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক শিক্ষার্থী বলেন, প্রধান শিক্ষক স্যার বৃহস্পতিবার আমাদের ২১ ফেব্রুয়ারি স্কুলে যেতে বারণ করেছেন। তাই শহীদ দিবস পালন করা হয়নি। 

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক শিক্ষক বলেন, প্রধান শিক্ষক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন না করলে আমাদের কী করার আছে? তার খামখেয়ালির কারণে মাতৃভাষা দিবস পালন হয়নি। 

জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম শাহ আলম বলেন, ‘আমার ভুল হয়েছে। ক্ষমা চাই।’ 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অলি আহাদ বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে থাকলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আশরাফুল আলম বলেন, মাতৃভাষা দিবস পালন না করলে ওই বিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা