গুলিয়াখালী সমুদ্রসৈকত
চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১০ পিএম
প্রতীকী ছবি।
চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্রসৈকত এলাকায় রাম জলদাস নামে এক জেলে মরদেহ জোয়ারের পানিতে ভেসে এসেছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে খবর পেয়ে নৌ পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত রাম জলদাস উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড দক্ষিণ মাহমুদাবাদ জেলে পাড়ার মৃত শীতল জলদাসের ছেলে।
ছেলেকে ফিরে পাবেন- এ আশায় অপেক্ষার প্রহর গুনছিলেন রাম জলদাশের মা নুপুর বালা জলদাস। অবশেষে সন্তানের নিথর দেহ দেখে অপেক্ষার প্রহর শেষ হলো মায়ের।
নিহতের পরিবারের অভিযোগ- সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় সন্দ্বীপ চ্যানেলে গত ১৭ ফেব্রুয়ারি নৌকা নিয়ে সন্দ্বীপ চ্যানেলে মাছ ধরতে গেলে জেলেদের বাধা দেয় বালুখেকোরা। প্রতিবাদ করলে তারা জেলেদের পেটায় এবং এক পর্যায়ে রাম জলদাসকে সাগরে ফেলে দেয়। এ সময় বালুখেকোরা তার ভাই লিটন জলদাসকেও অপহরণ করে হাতিয়ায় নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে পুলিশ।
এ প্রসঙ্গে কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওয়ালি উদ্দিন আকবর বলেন, মরদেহটি গুলিয়াখালী সৈকতে ভেসে আসে। সাগরে ভাটার কারণর পানি নেমে যাওয়ায় স্থানীয় জেলেরা কাদায় মরদেহটি পড়ে থাকতে দেখেন। পরে তারা স্বজনদের খবর দেন। নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রাম জলদাসের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।