কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২৭ পিএম
পটুয়াখালীর কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু করেন দিবসের আনুষ্ঠানিকতা।
পরে উপজেলা বিএনপি, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর ও সামাজিক সংগঠন এবং প্রেসক্লাবের সদস্যরা শহিদ মিনারের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়া দিনভর আলোচনা সভা ও ভাষা শহিদদের রুহের মাগফেরাত কামনায় বিভিন্ন মসজিদে দোয়া এবং মন্দির ও প্যাগোডায় প্রার্থনার মধ্য দিয়ে দিনটি পালিত হয়।
এদিকে উপজেলার মহিপুর, কুয়াকাটায় ভাষাশহিদদের শ্রদ্ধা জানিয়ে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন এবং ব্যবসাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।