× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় ভাষাশহিদদের স্মরণে ২৫ জন বিদেশি নাগরিকের শ্রদ্ধা

বগুড়া অফিস

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১৭ পিএম

বগুড়ায় ভাষাশহিদদের স্মরণে ২৫ জন বিদেশি নাগরিকের শ্রদ্ধা

বগুড়া বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের শহিদ মিনারে ভাষাশহিদদের শ্রদ্ধা জানিয়েছেন ২৫ জন বিদেশি নাগরিক। শুক্রবার ২১ (ফেব্রুয়ারি) সকাল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে তারা এ শ্রদ্ধা নিবেদন করেন। 

পঞ্চম ‘বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ যোগ দিতে আসা ইতালি, নেপাল, মালয়েশিয়া, ভারত থেকে আসা এই ২৫ জন নাগরিক শ্রদ্ধা নিবেদন শেষে এক আলোচনা সভা ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় ইতালির নাগরিক ও ফিল্ম মেকার আলবার্তো স্টারোস্টা বলেন, ‘বাংলাদেশের মানুষদের হৃদয় অনেক বড়। ভাষার জন্য তাদের যে ত্যাগ তা এখন সারা পৃথিবীর মানুষ যথাযথভাবে উদযাপন করছেন। এবারের উদযাপনটা আমার কাছে ভিন্ন। কারণ বাংলাদেশে বসেই শহিদদের শ্রদ্ধা জানাতে পেরেছি।’

মালয়েশিয়ার নাগরিক ও ফিল্ম মেকার জুনিয়া আনিলিক বলেন, ‘আমাদের দেশেও প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করে থাকি। বাংলাদেশের বগুড়ায় এই আয়োজন দেখে আমরা মুগ্ধ হয়েছি। এ দেশের শিক্ষার্থীরা অনেক মেধাবী। আশা করছি তারা দেশের ভাষা আরও প্রসিদ্ধ করে করবে।’ 

বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকত বলেন, ‘মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আমাদের প্রতিষ্ঠানে নানান কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এই আয়োজন ২৫ জন বিদেশি নাগরিক উপভোগ করেছেন। ভাষার মাসে এটা নিঃসন্দেহে অনেক গর্বের বিষয়।’

আলোচনা সভা শেষে শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। শেষে ২৫ জন বিদেশি নাগরিক ও প্রতিষ্ঠান প্রধান চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের শিক্ষক অলোক পাল এবং তাসনিম ত্রয়ী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা