× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেড় দশক পর ভাষা সৈনিক গোলাম মাহবুবের চত্বরে শহিদ দিবস পালন

গৌরনদী (বরিশাল) প্রতিবেদক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০৬ পিএম

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১০ পিএম

পারিবারিক কবরস্থানে শায়িত রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক কাজী গোলাম মাহবুবেবর কবর জিয়ারত। প্রবা ফটো

পারিবারিক কবরস্থানে শায়িত রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক কাজী গোলাম মাহবুবেবর কবর জিয়ারত। প্রবা ফটো

দীর্ঘ ১৫ বছর পরে মহান একুশে ২০২৫ উদয়াপন উপলক্ষে গৌরনদী উপজেলা প্রশাসন ও ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উদ্যোগে যথাযোগ্য মর্যদায় ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ঘিরে দিবসটি পালন করা হয়েছে। 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আবদুল্লাহ খানের নেতৃত্বে গৌরনদীস্থ লাখেরাজ কসবা গ্রামে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের কবর জিয়ারত করেন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক,  সাংবাদিক ও সমাজিক সাংস্কৃতিক নেতারা।

সকাল সাড়ে ১১টায় বিএনপি নেতাকর্মিদের নিয়ে কবর জিয়ারত করেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। দুপুর ১২টার দিকে0 উপজেলা সদরে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবু চত্বরের ফলক উম্মেচন করা হয়। 

ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণের পর গত ১৫ বছর একুশ উপলক্ষে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের ওপর আলোচনা সভাসহ সকল কার্যক্রম বন্ধ করে দেয়। এমন কি ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের নামে প্রতিষ্ঠিত চত্বর ভেঙে ফেলা হয়। দুটি তোরণ ভেঙে ফেলা হয়। ফাউন্ডেশনরে উদ্যোগে নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার পরিত্যক্ত ঘোষণা করা হয়। ১৫ বছর পরে এই প্রথম সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবকে নিয়ে স্বাধীনভাবে কর্মসূচি পালন করা হয়েছে এবং প্রশাসনের সহায়তায় চত্বর ও পুনঃনির্মাণ ও শহিদ মিনার সংস্কার করে কেন্দ্রীয়ভাবে শহিদ দিবস পালন করা হয়েছে। 

এ উপলক্ষে ‘ভাষা আন্দোলন ও ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবু’ শীর্ষক আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেয় ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের মেয়ে মহুয়া মাহবুব খান, ভাষা অন্দোলন মিউজিয়ামের পরিচালক লিপি মাহবুব, সহকারী কমিশনার (ভূমি) মো. রাজীব হোসেন, ওসি মো. ইউনুস মিয়া, ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, বিএনপির উপজেলা সদস্য সচিব জহীর সাজ্জাত হান্নান বিএনপি নেতা এস এম মনিরুজ্জামান মনির। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা