× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁদপুরের অটোরিকশা চালক ফারুক হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

চাঁদপুর প্রতিবেদক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০৪ পিএম

চাঁদপুরের অটোরিকশা চালক ফারুক হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

চাঁদপুরের কচুয়া উপজেলায় অটোরিকশা চালক ফারুক হোসেনের হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় তিন আসামি গ্রেপ্তার ও লুণ্ঠিত অটোরিকশাসহ মালামাল উদ্ধার করা হয়।

দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনজন আটক ও অটোরিকশাসহ লুণ্ঠিত মালামাল উদ্ধারের তথ্য নিশ্চিত করেন চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব। 

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী এলাকা থেকে আরিফুর রহমানকে গ্রেপ্তার করে। পরে তাকে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা মডেল থানা পুলিশের মাধ্যমে কচুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আরিফুর রহমান কুমিল্লা জেলার বরুড়া উপজেলার দেবপুর এলাকার মমতাজ মিয়ার ছেলে।

পুলিশ সুপার জানান, ৬ ফেব্রুয়ারি কচুয়া উপজেলার ১২নম্বর আশ্রাফপুর ইউনিয়নের ছোট ভবানীপুর সংলগ্ন এলাকা থেকে ফারুক হেসেনের লাশ উদ্ধার করা হয়। গ্রেপ্তার আরিফুরের দেওয়া তথ্যমতে অটোরিকশাটির ক্রেতা আল আমিন (২৪) ও আবুল খায়েরকে (৪০) গ্রেপ্তার করা হয়। নিহত ফারুক হোসেন ইয়াবা বিক্রির টাকা চাইতে গিয়ে আরিফুর রহমানের হাতে খুন হন। শুক্রবার দুপুরে তাদেরকে চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। 

এর আগে এ ঘটনায় ফারুক হোসেনের স্ত্রী বাদী হয়ে  কচুয়া থানায় একটি হত্যা মামলা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান, কচুয়া থানা অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম ও তদন্ত কর্মকর্তা কামরুল ইসলাম। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা