× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই–চাঁদাবাজি করেন কামরুল

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৫৪ পিএম

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৫৬ পিএম

আসামি মো. কামরুল। ছবি: সংগৃহীত

আসামি মো. কামরুল। ছবি: সংগৃহীত

অস্ত্রসহ পাঁচ মামলার আসামি মো. কামরুল (৩০)। অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই–চাঁদাবাজি করাই তার নেশা ও পেশা। তিনি দীর্ঘদিন ধরে নোয়াখালীর সুবর্ণচরের চরঅঞ্চলে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের সর্বস্ব লুটে নিত।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে ভোরে বিশেষ অভিযান পরিচালনা করে দুইটি দেশীয় তৈরি পাইপগানসহ তাকে গ্রেপ্তার করে র‍্যাব-১১।

মো. কামরুল নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের চর আলাউদ্দিন গ্রামের মোজাম্মেল সর্দারের বাড়ির কেফায়েত উল্যাহ বাহারের ছেলে।


র‍্যাব-১১ সূত্রে জানা গেছে, মো. কামরুল দীর্ঘদিন যাবৎ নোয়াখালীর বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে ডাকাতি, ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন  অপরাধ সংগঠিত করে আসছিল। তার নামে বিভিন্ন থানায় একটি অস্ত্র মামলাসহ মোট টি মামলা রয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভোরে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন থেকে দুইটি দেশীয় তৈরি পাইপগানসহ তাকে গ্রেপ্তার করে র‍্যাব-১১।


র‍্যাব-১১, সিপিসি-৩ কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বলেন, ‘কামরুল অস্ত্রধারী সন্ত্রাসী। চরাঞ্চালসহ বিভিন্ন স্থানে অস্ত্রের ভয় দেখিয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করা তার নেশা ও পেশা। আমরা তাকে গ্রেপ্তার করে চরজব্বর থানার মাধ্যমে আদালতে সোপর্দ করি। তারপর বিচারক তাকে কারাগারে পাঠানো হয়। অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে র‍্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা