× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোরগঞ্জে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৩১ পিএম

গুরুদয়াল সরকারি কলেজ মাঠে শহীদ মিনারে ফুল দিয়ে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার হাছান চৌধুরী ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। প্রবা ফটো

গুরুদয়াল সরকারি কলেজ মাঠে শহীদ মিনারে ফুল দিয়ে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার হাছান চৌধুরী ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। প্রবা ফটো

কিশোরগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) রাতে একুশের প্রথম প্রহরে শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার হাছান চৌধুরী।

এরপর একে একে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা পরিষদ, জেলা বিএনপি, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কিশোরগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংগঠন।
এরপরই শহীদ মিনারে সাধারণ মানুষের ঢল নামে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা শহীদ বেদীতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এর আগে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শোভাযাত্রা নিয়ে শহীদ বেদীতে ফুল দিতে শহীদ মিনারের সামনে অবস্থান করেন।

এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। শহীদ মিনার ও এর আশপাশে বিপুল সংখ্যক র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। শহরের বিভিন্ন স্থানে নেওয়া হয় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা