জয়পুরহাট প্রতিবেদক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৩১ পিএম
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫৫ পিএম
শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী ও জেলা পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব। প্রবা ফটো
একুশের প্রথম প্রহরে জয়পুরহাটের কেন্দ্রীয় শহীদ মিনারে বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক (ডিসি) আফরোজা আক্তার চৌধুরী।
এরপর বিচার বিভাগের বিচারকদের সঙ্গে নিয়ে ভাষাশহীদদের স্মরণ করে শ্রদ্ধা জানান জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান, পুলিশ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আবদুল ওয়াহাব।
তাদের পর জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড, জেলা পরিষদ, সিভিল সার্জন, জয়পুরহাট পৌরসভা, জেলা সমাজসেবা অধিদপ্তর, জয়পুরহাট সরকারি কলেজের অধ্যক্ষ শ্রদ্ধা নিবেদন করেন।
এ ছাড়া জয়পুরহাট প্রেস ক্লাব, সদর উপজেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কারাগার, এলজিইডি, বন বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, খাদ্য বিভাগ, জেলা পরিবার পরিকল্পনা অফিস, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি জেলা শাখা, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।