ফেনী প্রতিবেদক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ২২:০৪ পিএম
ছবি: সংগৃহীত
ভালোবাসা, অবিশ্বাস্য এক অনুভূতি, কখনো সুখের, কখনো আবার গভীর কষ্টের। এমনই এক ভালোবাসার গল্প আজ আলোচনার কেন্দ্রে চলে এসেছে।
ফেনী সদর উপজেলার এলাহীগঞ্জ
এলাকার ২০ বছরের যুবক রাহাত, প্রেমিকার বিয়ের খবরে প্লেকার্ড ও বিষের বোতল হাতে দাঁড়িয়ে
যান প্রেমিকার বাসার সামনে। দীর্ঘদিনের সম্পর্ক থাকা সত্ত্বেও, প্রেমিকার বিয়ে অন্য
কারও সাথে ঠিক হওয়ায় এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হন তিনি।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ফেনী শহরের
ডাক্তার পাড়ায় রাহাত হাতে প্ল্যাকার্ড নিয়ে কান্নাজড়িত কণ্ঠে প্রতিবাদ জানান। তার হাতে
থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, "রুপা, আমার রুপাকে বিয়ে দিয়ে দিলে আমি বিষ খাব।"
এ সময় তার হাতে একটি বিষের বোতলও দেখা যায়, যা এই ঘটনাটিকে আরও হৃদয়বিদারক করে তোলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,
রাহাত একপর্যায়ে উচ্চস্বরে কান্নায় ভেঙে পড়েন এবং বলেন, "দীর্ঘদিনের সম্পর্ক ছিল
আমাদের। তার জন্য কত কিছু করেছি। অথচ আজ আমাকে কিছু না জানিয়েই অন্য কারো সঙ্গে তার
বিয়ে ঠিক করা হয়েছে। আমি জীবন হাতে নিয়ে দাঁড়িয়ে আছি।" এই কথাগুলো তার গভীর কষ্টের
প্রতিফলন।
ঘটনাস্থলে উপস্থিত লোকজন রাহাতকে
শান্ত করার চেষ্টা করেন, তবে প্রেমিকা রুপার সঠিক বাসা চিনতে না পারায় তিনি এলাকা জুড়ে
ঘুরে বেড়াচ্ছিলেন।
স্থানীয়রা এই ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া
ব্যক্ত করেছেন। একদিকে, রাহাতের ভালোবাসার গভীরতা এবং তার কষ্টকে অনুভব করছেন। অন্যদিকে,
এই ধরনের চরম পদক্ষেপকে নেতিবাচক হিসেবেও দেখছেন।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে
এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
তবে এই ঘটনা প্রমাণ করে, কখনো
কখনো ভালোবাসার জন্য মানুষ কতটা অপ্রত্যাশিত এবং চরম সিদ্ধান্ত নিতে পারে।