× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোট নিয়ে কোন ষড়যন্ত্র করতে দেওয়া হবেনা : ড. আসাদুজ্জামান রিপন

ফরিদপুর প্রতিবেদক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৫৫ পিএম

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৫৯ পিএম

ভোট নিয়ে কোন ষড়যন্ত্র করতে দেওয়া হবেনা : ড. আসাদুজ্জামান রিপন

‘সংস্কারের নামে বেশীদিন ক্ষমতায় আঁকড়ে থাকতে দেওয়া হবেনা। ভোট নিয়েও আর কোন ষড়যন্ত্র করতে দেওয়া হবেনা। আপনারা দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষনা করেন। জাতীয় নির্বাচনের আগে কোনভাবেই স্থানীয় সরকার নির্বাচন নয়। জনগন এখন তাকিয়ে আছে জাতিয় সংসদ নির্বাচনের জন্য।’

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকালে ফরিদপুরে জেলা বিএনপির আয়োজনে শহরের থানার মোড়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।

জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য আলহাজ্ব জহুরুল হক শাহাজাদা মিয়া, বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু, সহ সাংগঠনিক সম্পাদক মাসুকুর রহমান মাসুক. সেলিমুজ্জামান সেলিম। 

সমাবেশে জহুরুল হক শাহাজাদা মিয়া বলেন, তারেক রহমান যে নির্দেশ দিবেন আমরা সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবো। আমরা সবাই একতাবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করবো।

শামা ওবায়েদ রিংকু বলেন, হাসিনা পালিয়ে গেলেও তাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে। ফরিদপুরে যারা গত ১৭ বছর ক্ষমতায় থেকে সন্ত্রাস করেছে, হামলা-মামলা করেছে তাদের কেউই এখনও ধরা পড়েনি। তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। 

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ ও সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, সহ সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রশিদ বাচ্চু, মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম লিটন, আলী আশরাফ নাননু, জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মোজাম্মেল হোসেন মিঠু, জেলা কৃষক দলের সদস্য সচিব মো. মুরাদ হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু প্রমুখ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা