রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৫৫ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৫৯ পিএম
পটুয়াখালীর রাঙ্গাবালীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকালে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও কোস্ট গার্ড। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা চরসংলগ্ন রাবনাবাদ নদীতে এ অভিযান পরিচালনা কর হয়।
জানা গেছে, অভিযানে এমবি এআর বিসমিল্লাহ এন্টারপ্রাইজ-১, এমবি সূর্য কিরণ-৬ ও এমবি সূর্য কিরণ-৭ নামক লোড ড্রেজারের ব্যবস্থাপককে আটক করা হয়। পরে অবৈধভাবে বালু উত্তোলনের দায় স্বীকার করায় তিন ড্রেজারের দায়িত্বরত ব্যবস্থাপক মামুন মৃধাকে এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হাসান এ জরিমানা করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী এই জরিমানা করা হয়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।