রংপুর অফিস
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৪৯ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ২২:০২ পিএম
রংপুর কারমাইকেল কলেজের অনার্স পড়ুয়া শিক্ষার্থী সত্যমকে কুপিয়েছে ছিনতাইকারীরা। এ ঘটনায় বুধবার (১৯ ফেব্রুয়ারী) রাতে নগরীর কামারপাড়া এলাকা থেকে পুলিশ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীরা হলেন- নগরীর আলমনগরের পীরপুর এলাকার শাহীন হোসেনের ছেলে নিলয় হোসেন তনু ও কামারপাড়া এলাকার গাউসুল হকের ছেলে আল শাহরিয়ার সাহস। এসময় তাদের কাছে থাকা দেশীয় অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন মেট্রোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম।
ওসি বলেন, বুধবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে কারমাইকেল কলেজের শিক্ষার্থী মনিরুল ও সত্যম নগরীর মর্ডাণ মোড় এলাকা থেকে রিকশায় চড়ে কেন্দ্রীয় বাস টার্মিনাল যাচ্ছিলেন। তিন ছিনতাইকারী পথে তাদের দেশীয় অস্ত্র ঠেকিয়ে আটকে রাখে । এসময় তাদের কাছে থাকা দুটি মোবাইল, ব্যাংকের এটিএম কার্ড, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেওয়া ছাড়াও সত্যমকে কুপিয়ে আহত করে তারা।
ওসি শাহ আলম আরও বলেন, এ ঘটনায় ভুক্তভোগী মেট্রোপলিটন তাজহাট থানায় অভিযোগ করলে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তারর করা হয়েছে।