× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চার জেলায় চার লাশ উদ্ধার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৪৩ পিএম

চার জেলায় চার লাশ উদ্ধার

হাত থেকে মেহেদীর রঙ শুকাতেই স্বামী সোহাগের ছুরিকাঘাতে নিহত রোমানা খাতুন (২৫) নামে এক গৃহবধূ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা পুরানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রোমানা উল্লাপাড়া উপজেলার সোনতলা গ্রামের মোতাহার হোসেনের মেয়ে। এক বছর আগে শাহজাদপুরের ব্রজবালা পুরানপাড়া গ্রামের আফছার আলীর ছেলে আশরাফুল ইসলাম সোহাগের সঙ্গে তার বিয়ে হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। গত বুধবার রাত ১টার দিকে উভয়ের মধ্যে আবারও ঝগড়া সৃষ্টি হয়। এ সময় সোহাগ একপর্যায়ে রোমানার বুকে ও পিঠে ছুরিকাঘাত করলে কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।

শাহজাদপুর থানার ওসি মো. আছলাম আলী জানান, গ্রেপ্তার সোহাগ প্রথমে অস্বীকার করলেও পরে সে রোমানাকে হত্যার কথা স্বীকার করেছে।

এদিকে মানিকগঞ্জে বৃদ্ধা দাদিকে পিটিয়ে হত্যা, খুলনায় সেলসম্যান নিহত এবং কিশোরগঞ্জের কুলিয়ারচরে রাস্তার পাশ থেকে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সংশ্লিষ্ট অফিস ও প্রতিবেদকদের খবরে বিস্তারিতÑ

সাটুরিয়া (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সাটুরিয়ায় মো. জসিম উদ্দিন নামে এক মাদকাসক্ত নাতির হাতে জাহানারা বেগম নামে তার বৃদ্ধা দাদি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার কৃষ্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহানারা বেগম উপজেলার ফুকুরহাটি কৃষ্ণপুরের সাবেক ইউপি সদস্য আব্দুল জলিলের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ডিজেলচালিত ট্রাক্টরের হ্যান্ডেল দিয়ে স্ত্রীকে আঘাত করার সময় দাদি জাহানারা বেগম তাদের ঝগড়া থামাতে আসলে জসিমের হাতের হ্যান্ডেলের আঘাতে জাহানারা গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে মানিকগঞ্জ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাটুরিয়া থানার ওসি মো. শাহিনুল ইসলাম বলেন, নাতি জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

ভৈরব (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কুলিয়ারচরের বাজরা বাসস্ট্যান্ডসংলগ্ন কামালপুর নতুন বাজার সড়কের পশ্চিম তারাকান্দি এলাকার রাস্তার পাশ থেকে এক চাল ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে থানাপুলিশ। গত বুধবার রাতে লাশটি উদ্ধার করা হয়। নিহত চাল ব্যবসায়ী উবাইদুল্লাহ পাইলট বাজরা মাছিমপুর মুন্সি বাড়ির মৃত জামাল উদ্দিনের ছেলে। 

খুলনা অফিস : খুলনা নগরীর সোনাডাঙ্গা ২২ তলা ডেল্টা ভবনের সামনে দুর্বৃত্তদের হামলায় আল আমিন নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি একটি মোবাইল অপারেটর কোম্পানির সেলসম্যানের কাজ করতেন। নিহত আল আমিন বাগেরহাট জেলার চিতলমারীর হিজলা গ্রামের আইয়ুব আলী শেখের ছেলে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা