× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংবাদ সম্মেলনে অভিযোগ

বিএনপি নেতার অত্যাচারে বাড়িছাড়া

যশোর প্রতিবেদক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৪০ পিএম

বিএনপি নেতার অত্যাচারে বাড়িছাড়া

আওয়ামী লীগ সরকারের শাসনামলে বাড়িছাড়া হয়েছেন। আশা করেছিলেন সরকার পরিবর্তনে বাড়িতে ফিরতে পারবেন। কিন্তু বিধি বাম, সন্ত্রাসীরা এবার পুরো বাড়িই দখল করে নিয়েছে। নামিয়ে দিয়েছে ভাড়াটিয়া। ঘরে লাগিয়েছে তালা। 

এমন ঘটনার শিকার অভয়নগরের নোয়াপাড়া প্রফেসরপাড়ার পরিমল কান্তিক কর্মকার। সন্ত্রাসীরা তাকে বেধড়ক পিটিয়ে জখম করেছে। এলাকার কেউ যাতে জানতে না পারে তার জন্য অভয়নগর থেকে আহত অবস্থায় তাকে সোজা যশোরেরে উদ্দেশে ট্রেনে উঠিয়ে দিয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেছেন পরিমল কান্তিক কর্মকার। তিনি বলেন, দীর্ঘ ৩৬ বছর ধরে অভয়নগর থানার নোয়াপাড়া পৌরসভায় তিনি বসবাস করে আসছেন। তার প্রতিবেশী একজন বিএনপি নেতা। তার নাম এফএম আলাউদ্দিন। এই আলাউদ্দিন আমাকে লাঞ্ছনার পাশাপাশি আর্থিক ক্ষতি করেছেন। তার অত্যাচারে বাড়ি ভাড়া দিয়ে যশোরে বাসা ভাড়া নিয়ে আছি।

কয়েক বছর আগে আলাউদ্দিনের দুই ছেলে এফএম রাজু আহমেদ ও এফএম রাব্বি গুন্ডাবাহিনী লেলিয়ে দিয়ে আমার বসতবাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় অভয়নগর থানায় একটি মামলা দায়ের করা হয়। এরপর থেকেই বিএনপি নেতা আলাউদ্দিন আমাকেসহ আমার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি পর্যন্ত দিয়েছেন। তার অত্যাচারের কারণে ২০১৭ সালে যশোর শহরে ভাড়া বাসায় বাস করছি। গত মাস পর্যন্ত আমার নোয়াপাড়ার বাড়িটি ভাড়া দেওয়া ছিল।

কিন্তু গত ১৬ ফেব্রুয়ারি আলাউদ্দিন ও তার দুই ছেলে এবং তার ভাই আর এক বিএনপি নেতা গিয়াস উদ্দিন আমার বাড়িটি দখল করে নিয়েছে। বাড়ির খোঁজখবর নিতে গেলে তালা লাগানো দেখতে পেয়েছি। বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে আলাউদ্দিনের দুই ছেলে রাজু ও রাব্বি ও তাদের গুন্ডাবাহিনী আমাকে বেধড়ক পিটিয়ে জখম করেছে। সেখান থেকে টেনেহিঁচড়ে তাদের বাসার একটি রুমে আটকে রেখে দফায় দফায় নির্যাতন করেছে। 

পরে সুযোগ পেয়ে আমি নিচতলার ওই ঘর থেকে বের হয়ে রাস্তায় চলে আসি। কিন্তু আলাউদ্দিন আমাকে ধরে ফেলে হাসপাতালে চিকিৎসা না নেওয়ার হুমকি দিয়েছে। এমনকি থানায় যাতে মামলা না করি তারও হুমকি দিয়েছে। 

পরে জোর করে তারা আমাকে ট্রেনে তুলে দিয়ে সরাসরি যশোরে বাসায় চলে যেতে বলেছে। আহত অবস্থায় আমি বমি করতে থাকি। আমার পরিবার চিকিৎসার জন্য যশোর সরকারি ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেছে। সেখানে আমি চিকিৎসাধীন ছিলাম কয়েক দিন। এখন পর্যন্ত আমার বাড়িটি তারা বেদখল করে রেখেছে। নিরাপত্তার অভাবে আমি এখন আইনি সহায়তা নিতেও ভয় পাচ্ছি।

এ ব্যাপারে অভিযুক্ত বিএনপি নেতা আলাউদ্দিনের মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা