বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫২ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩১ পিএম
বৃহস্পতিবার সন্ধ্যায় দুলারামপুর গ্রামবাসী এ মানববন্ধন করেন। প্রবা ফটো
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এলাকায় চুরি ও মাদক সেবন রোধ এবং যাত্রাপালা-বাউল গান আয়োজন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার সোনারামপুর ইউনিয়নের দুলারামপুর গ্রামবাসী এ মানববন্ধন করেন। এতে স্থানীয় আলেম-ওলামা, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার সাধারণ মানুষ অংশ নেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোনারামপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে বেশ কয়েকদিন যাবত রাতে যাত্রাপালা ও বাউল গান আয়োজন করছেন স্থানীয় কিছু ব্যক্তি। এ সকল বাউল গান ও যাত্রাপালায় দিনে বিভিন্ন গ্রামে চুরির একাধিক ঘটনা ঘটেছে। এ ছাড়া মাদক সেবন, জুয়াসহ নানা অনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে একটি মহল। গত কয়েকদিনে একটি উচ্চ বিদ্যালয়ে, কয়েকটি বাড়িতে ও একটি অটো রিক্সার গ্রেরেজ থেকে ৭টি অটো চুরির ঘটনাও ঘটেছে। এনিয়ে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাই চুরি ও মাদক সেবন রোধে দ্রুত যাত্রাপালা ও গান-বাজনা বন্ধের দাবিতে এ মানববন্ধন করেছে এলাকাবাসী।
সমাজসেবক নূর মোহাম্মদের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন- সোনারামপুর ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ভূঁইয়া, দুলারামপুর হাসু ইসলাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হান্নান, মুফতি আতিকুর রহমান, কলাকান্দি আসমাতুন্নেছা উচ্চ বিদ্যালযয়ের শিক্ষক আল মামুন, হানিফ মোল্লা, অহিদ মাস্টার, মো. খলিলুর রহমান, সোনারামপুর ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি সানাউল্লাহ বেপার হাফেজ ইয়াসিন, আব্দুল কুদ্দুস, মো. বকুল প্রমুখ।
আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, আমাদের গ্রামের একটি মহল যাত্রাপালা ও গানের নামে রাতে চুরি মাদক সেবন এবং জুয়ার আসর বসিয়ে তাদের পকেট ভাড়ী করছে। গ্রামবাসী এ আতঙ্কে ঘুমাতে পারছে না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং প্রশাসনের সুদৃষ্টি কামনা করি।
দুলারামপুর গ্রামের হাফেজ মাওলানা মো. ইয়াসিন বলেন, আমাদের গ্রাম একটি আদর্শ গ্রাম। এ গ্রামে একটি মহল গান-বাজনা ও যাত্রাপালার আড়ালে চুরি, ছিনতাই, মাদক সেবন এবং জুয়ার আসর বসিয়ে এলাকার সম্মান ক্ষুন্ন করছে। তারা আমাদের সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে।