সিরাজগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪৮ পিএম
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ১৯৯৪ সাল থেকে বাংলাদেশ স্কাউটে মেয়েদের অন্তভূর্ক্তি অনুমোদন পেয়েছে। কিন্তু বর্তমানে বাংলাদেশে স্কাউটিংয়ে মেয়েদের অংশগ্রহণ ১৩ পার্সেন্টেরও কম। এই সংখ্যাকে আরো বাড়াতে হবে। আমি আশা করি স্কাউটিংয়ে নারীদের অংশগ্রহণ বাড়াতে কার্যকরী উদ্যোগ নেওয়া হবে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের যমুনা নদীর পাড় হার্ড পয়েন্ট এলাকায় অনুষ্ঠিত বাংলাদেশ স্কাউটসের ৭ দিনব্যাপী ৭ম জাতীয় কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প (কমডেকা) এর উদ্ভোধনী অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। এসময় নিজের স্কাউটিং জীবনের স্মৃতিচারণ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এবারের কমডেকার থিম নির্ধারণ করা হয়েছে বৈষম্যহীন সমাজ বিনির্মানে স্কাউটিং। এদেশের ছাত্র-শ্রমিক-জনতা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মানের সুযোগ করে দিয়েছে।
প্রধান উপদেষ্টার মুখ্য সচিব ও সপ্তম জাতীয় কমডেকার সাংগঠনিক কমিটির সভাপতি সিরাজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব খ.ম কবিরুল ইসলাম ও বাংলাদেশ স্কাউটসের এডহক কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন। স্বাগত বক্তব্য দেন কমডেকা চীফ ও সদস্য সচিব মীর মাহবুবুর স্নিগ্ধ।