ঈশ্বরদী (পাবনা) প্রতিবেদক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১৮ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২২ পিএম
পাবনার ঈশ্বরদীতে মিরকামারী আদর্শ দাখিল মাদরাসার অধ্যক্ষ আব্দুল জলিলের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে বিচারের দাবি ও তার অপসারণ চেয়ে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার দাশুড়িয়া কোলেরকান্দি এলাকায় ওই মাদ্রাসার সামনে দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কে এ মানববন্ধন পালিত হয়। এসময় তারা অধ্যক্ষের অপসারণ চেয়ে নানা স্লোগান দেন।
এতে মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি মজিবর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য নজরুল ইসলাম, সহকারি শিক্ষক তৈয়ব আলী, মাহফুজুর রহমানসহ আরও অনেকেই বক্তৃতা করেন। বক্তব্যে তারা বলেন, অধ্যক্ষ আব্দুল জলিল বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে মাদরাসায় আর্থিক অনিয়ম, নিয়োগ বাণিজ্য এবং নিয়ম বহির্ভূতভাবে মাদরাসার জমি বিক্রি করে অর্থআত্মসাৎ করেছেন। এ জন্য তার দুর্নীতির বিচার এবং তাকে দ্রুত অপসারণ করতে হবে। তাকে প্রতিষ্ঠানের দায়িত্বে রাখার অর্থ শিক্ষার্থীদের পড়াশোনায় ক্ষতি ডেকে আনা এবং দুর্নীতি ও অনিয়মকে প্রশ্রয় দেওয়া।
এদিকে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, অধ্যক্ষের দুর্নীতি ও অনিয়মের ব্যাপারে বিগত সময়ে কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেও কোনও সুরাহা হয়নি। বরং অভিযোগ করায় আমাদেরকে নানা হুমকি ধামকি দেওয়া হয়েছে। আমরা দুর্নীতিবাজ অধ্যক্ষের অপসারণ চাই।
অভিযোগের ব্যাপারে অধ্যক্ষ আব্দুল জলিল বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে তা একটি পক্ষ আর্থিক সুবিধা না পাওয়ার কারণেই তুলেছে। এসব অভিযোগ সত্য নয়। তারা আমার ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্যই করছে। আমিও তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে মানববন্ধন করবো।
ঈশ্বরদী উপজেলা শিক্ষা কর্মকর্তা একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে অধ্যক্ষের কাছে জবাব চেয়ে নোটিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে অভিযোগের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।