মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫৩ পিএম
প্রবা ফটো
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় জলিল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের নয়াগাঁও বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জলিল ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর উমরা বাড়ির মৃত দয়া গাজীর ছেলে। দুই সপ্তাহ পর জলিলের বিদেশে যাওয়ার কথা ছিল বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জলিল বৃহস্পতিবার বিকালে নিজের একটি গরু বিক্রির উদ্দেশে নোয়াগাঁও বাসস্ট্যান্ড গরুর হাটে পাইকারের সঙ্গে কথা বলতে যচ্ছিলেন। ভৈরব–কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় ভৈরবমুখী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনদের আহাজারিতে এক শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
ভৈরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক শামীম বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলটি আটক এবং নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।