× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বই পড়ায় পাঠককে উদ্বুদ্ধ করতে ৫ দিনব্যাপী বইমেলার শুরু

মৌলভীবাজার প্রতিবেদক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪২ পিএম

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫৬ পিএম

বই পড়ায় পাঠককে উদ্বুদ্ধ করতে ৫ দিনব্যাপী বইমেলার শুরু

‘বই হোক আভিজাত্যের প্রতীক’ এই স্লোগান উপজীব্য করে পাঠক টানতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বইমেলা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহীদ মিনার প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন করেন শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর এ বি এম মোখলেছুর রহমান। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ রফি আহমেদ চৌধুরী, বাংলা বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম প্রমুখ। পরে অতিথিরা বইমেলার স্টলগুলো ঘুরে দেখেন।

পাঁচ দিনব্যাপী বইমেলা আয়োজনে রয়েছে উপজেলা প্রশাসন ও শ্রীমঙ্গল সরকারি কলেজ, শ্রীমঙ্গল পৌরসভা, উত্তরণ পাঠচক্র ও পাঠক সংঘ। মেলায় ঢাকা ও স্থানীয় কয়েকটি প্রকাশনী সংস্থার স্টল রয়েছে। উল্লেখযোগ্য প্রকাশনী হলোÑ পাঞ্জেরী, গ্রন্থ কুটির ও শিশু গ্রন্থ কুটির, নাগরী, বাবুই, সাহিত্য কুটির, শব্দচাষ, চৈতন্য, নোভা, রাষ্ট্রচিন্তা ও গ্রন্থিক, সহজ প্রকাশ, ইসলামিক ফাউন্ডেশন, স্বপ্ন ৭১ ও উত্তরণ।

মেলায় আগতদের জন্য রয়েছে অবকাশ ফুড কর্নার নামের খাবারের দোকান। বইমেলার অন্যতম আয়োজক উত্তরণ পাঠচক্র ও পাঠক সংঘের উদ্যোক্তা শ্রীমঙ্গল সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, ‘ঢাকার বইমেলায় যারা যেতে পারেননি, তারা এই বইমেলায় পছন্দের বই সংগ্রহ করতে পারবেন।’

শ্রীমঙ্গল উপজেলা ইউএনও ইসলাম উদ্দিন বলেন, ‘বই পড়ায় পাঠককে উদ্বুদ্ধ করতে আয়োজন করা হয়েছে পাঁচ দিনব্যাপী বইমেলা। উল্লেখ্য, গতকাল থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলা প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা