মধুখালী (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩২ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ২১:২৩ পিএম
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। প্রবা ফটো
ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি পদে মো. মনিরুজ্জামান মনির ও সাধারণ সম্পাদক পদে মির্জা মাঝহারুল ইসলাম মিলন নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে চিনিকলের সহ-ব্যবস্থাপক (ভাণ্ডার) ও প্রধান নির্বাচন কর্মকর্তা জামান হোসেন খান ও ফরিদপুর চিনিকলের সহ-ব্যবস্থাপক (সংস্থাপন) ও সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম বিজয়ীদের নাম ঘোষণা করেন।
নির্বাচিতরা হলেন- জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. রিজাউল করিম, সহ-সভাপতি দেলোয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সহ-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. জসিম শেখ, অর্থ সম্পাদক মো. তোজাম্মেল মণ্ডল, প্রচার সম্পাদক মাহমুদুর রহমান, দপ্তর সম্পাদক মিরাজ মোল্লা, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামালউদ্দীন নিরু। এছাড়া বিভিন্ন বিভাগে কার্যকরী সদস্য পদে ১২ জন বিজয়ী হন।
প্রধান নির্বাচন কর্মকর্তা মো. জামাল হোসেন খান বলেন, ‘সংগ্রাম পরিষদ ও শ্রমিক কর্মচারী পরিষদ দুটি প্যানেলে ২৩ পদের বিপরীতে ৪৫ প্রার্থী নির্বাচনে অংশ নেন। ৪০০ জন ভোটারের মধ্যে ৩৯৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করেন।’